রবার্ট ব্রুসের গল্প


রবার্ট ব্রুসের গল্প
রবার্ট দ্য ব্রুস


রবার্ট দ্য ব্রুস  ছিলেন স্কটল্যান্ডের একজন রাজা, তার  রাজত্বে প্রজারা খুব সুখে শান্তিতে তে বসবাস করত। হঠাৎ একদিন ইংল্যান্ডের রাজা তার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করল, ইংল্যান্ডের বিপুল সৈন্যবাহিনীর কাছে স্কটল্যান্ডের সামান্য সৈন্য পরাজিত হলো।

এরকম পরপর ৬টি যুদ্ধে রবার্ট দ্য ব্রুসের সৈন্যদল ইংল্যান্ডের কাছে পরাজিত হয়ে যুদ্ধ জয়ের আশা ত্যাগ করে পালিয়ে যাই। একা রাজা যুদ্ধ পরাজয়ের ভারে জীবন ত্যাগ এর উদ্দেশ্যে গভীর জঙ্গলে প্রবেশ করে।

 এরকম সময় হঠাৎ জোরে বৃষ্টি আসলো, রাজা বুঝতে পারল না কি করবে, তখনই তার চোখে পড়লো একটা গুহা, রাজা তখন গুহার ভেতরে প্রবেশ করল এবং এক মনে কী একটা চিন্তা করতে করতে গুহার ভিতরের দেয়ালে তাকিয়ে ছিল।
 
তখনই তার চোখে পড়ল একটা মাকড়সার দিকে, মাকড়সাটি পাথরের গায়ে জাল বুনে উপরে ওঠার চেষ্টা করছে, কিন্তু সে একটু উঠেই বারবার নিচে পড়ে যাচ্ছে । এরকম ৬ বার মাকড়সাটি ব্যর্থ হওয়ার পর, রাজার মনে হলো, তার মতো  মাকড়সাটিও হয়তো  আশা ছেড়ে দেবে।

কিন্তু পরক্ষণে রাজা দেখতে পেল মাকড়সাটি আবার উপরে ওঠার চেষ্টা করছে, এই দেখে রাজার কতকটা হাসি পেল, কিন্তু পরমুহূর্তে রাজার চোখ বিস্ফারিত হয়ে গেল, মাকড়সাটি সপ্তমবারের চেষ্টায় ওপরে উঠতে সক্ষম হয়েছে।

এই ঘটনা দেখে রজার মনে হল মাকড়সাটি পারলে সেও পারবে, তাই সেও সপ্তমবার চেষ্টা করবে । এরপর রাজা তার বিশ্বস্ত কিছু সৈন্য নিয়ে একটি সৈন্যদল বানালেন, এবং সপ্তম বারের যুদ্ধে ইংল্যান্ড কে হারিয়ে স্কটল্যান্ডকে স্বাধীন দেশ, এবং নিজেকে সফল  রাজা হিসেবে প্রতিষ্ঠিত করলেন।  

এই গল্প থেকে আমরা শিখতে পারলাম চেষ্টা ও ধর্য থাকলে আপনি অবশ্যই একদিন না একদিন সফল হবেন।


একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.