চাণক্য |
চাণক্য 300 খ্রিস্টপূর্বাব্দের একজন দার্শনিক ও শিক্ষক ছিলেন ছিলেন। তিনি তক্ষশীলা বিশ্ববিদ্যালয় অর্থনীতি ও রাষ্ট্রনীতির শিক্ষকতা করতেন । চাণক্যের প্রকৃত নাম ছিল "বিষ্ণুগুপ্ত"। তিনি চন্দ্রগুপ্ত মৌর্য মন্ত্রী ছিলেন, চাণক্যের কূটনীতির জন্যই চন্দ্রগুপ্ত মৌর্য ধননন্দকে পরাস্ত করতে পেরেছিলেন। তার বিশেষ উক্তি হলো ।
"জীবনের একটাও সময় যদি বৃথা ব্যয় হয়
তবে সেটা কোটি কোটি স্বর্ণমুদ্রর বিনিময়েও
ফিরে পাওয়া যায় না।
সুতরাং বৃথা সময় নষ্ট করার চেয়ে
বেশি ক্ষতি আর কিছু হতে পারে না"
তাই এক মুহূর্তও বৃথা সময় নষ্ট করা যাবে না।