উত্তরের সমভূমি অঞ্চল |
উত্তরের সমভূমি অঞ্চল
মহাদেশীয় পাত সঞ্চালনের ফলে মাঝখানের ভূমির রূপ উঁচু হয়ে, হিমালয় পর্বতমালা সৃষ্টি হওয়ার সময়, হিমালয়ের দু'পাশে গভীর খাদের সৃষ্টি হয়েছিল। সেই খাদ, হিমালয় থেকে আগত নদীর পলি, নুড়ি বাহিত হয়ে ওই খাদ ভরাট করে, এর ফলে হিমালয়ের দক্ষিণ প্রান্তে এক সমভূমি সৃষ্টি করে এর নাম হল উত্তর ভারতের সমভূমি।
➡️হিমালয়ের থেকে আগত নদী গঙ্গা, সিন্ধু , ব্রহ্মপুত্রের পলি দ্বারা গভীর খাদ ভরাট হয়ে ছিল বলে একে সিন্ধু-গাঙ্গেয়-ব্রহ্মপুত্র সমভূমি বলা হয় ।
ভূপ্রকৃতিকভাবে উত্তরের বিশাল সমভূমি অঞ্চল কে প্রধানত তিনটি ভাগে ভাগ করা হয়।
1. পশ্চিম সমভূমি/পাঞ্জাব ও হরিয়ানা শতদ্রু সমভূমি:
➡️সিন্ধুর উপনদী সুতলেজ (শতদ্রু ), বিয়াস (বিপাশা), রাভি (ইরাবতী), চেনাব (চন্দ্রভাগা) ঝিলাম (বিতস্তা) নদীর পলি দ্বারা পশ্চিমের সমভূমি গঠিত হয় ।
➡️এটি পাঞ্জাব, হরিয়ানা, উত্তরপ্রদশে হিমাচলপ্রদেশ, রাজস্থান ও দিল্লী প্রযন্ত বিস্তৃত।
সমভূমিটি নদীর পলি দ্বারা সৃষ্টি হয় বিভিন্ন ভূমিরূপ দেখা
➡️দুটি নদীর মধ্যবর্তী পলি গঠিত উঁচু অংশকে দোয়াব বলে।
➡️নবীন পলি দ্বারা গঠিত প্লাবন ভূমির নিম্ন অংশকে উত্তরপ্রদেশে খাদর এবং পাঞ্জাবে বেট নামে পরিচিত।
➡️প্রাচীন পলি দ্বারা গঠিত প্লাবন ভূমির উচ্চ অংশকে ভাঙ্গর বলে।
➡️ হিমালয়ের পাদদেশের অঞ্চলে নদীবাহিত বালি, নুড়ি, পাথর সঞ্চিত হয়ে যে ঢেউ খেলানো ভূমিরূপ সৃষ্টি হয় তাকে ভাবর বলে।
2. মধ্য সমভূমি/গাঙ্গেয় সমভূমি :
➡️যমুন,গঙ্গা, গঙ্গার উপনদী যেমন কোশী, শোন, ঘর্ঘরা, গন্ডক, গোমতি নদীর পলি দ্বারা মধ্য সমভূমি গঠিত হয়।
➡️মধ্য সমভূমিটি উত্তর প্রদেশ বিহার ও পশ্চিমবঙ্গ পর্যন্ত বিস্তৃত।
সমভূমিটি নদীর পলি দ্বারা সৃষ্টি হয় বিভিন্ন ভূমিরূপ দেখা ।
➡️সমভূমি অঞ্চলে গঙ্গার তীরে ছোট ছোট বালিয়াড়ি দেখা যায় এদের ভুর বলে ।
➡️তিস্তা নদীর ডান তীরের সমভূমিকে তরাই এবং বাম তীরের সমভূমিতে ডুয়ার্স বলে।
➡️গঙ্গা-পদ্মা ও ভাগীরথী-হুগলির মধ্যে পৃথিবীর বৃহত্তম বদ্বীপ গড়ে উঠেছে।
➡️কোসি ও মহানন্দার মধ্যে পুরনো পলি দ্বারা গঠিত সমভূমিকে বরেন্দ্রভূমি বলে ।
➡️মুর্শিদাবাদ বীরভূম বাঁকুড়া মেদিনীপুর ও বর্ধমানের কিছু অংশ লাল মাটির অধিক্য দেখা যায় এই অঞ্চল রাঢ় অঞ্চল নামে পরিচিত।
3. পূর্ব সমভূমি/ব্রহ্মপুত্র উপত্যকা :
➡️ব্রহ্মপুত্র নদীর পলি দ্বারা পূর্ব সমভূমি গঠিত হয়। এটি আসাম রাজ্য বিস্তৃত।
➡️এই উপত্যকায় অশ্বক্ষুরাকৃতি হ্রদ দেখা যায় এবং পৃথিবীর বৃহত্তম নদী ব-দ্বীপ মাজুলি ( জোড়হাটে ব্রহ্মপুত্র ও লোহিত নদীর সংযোগস্থলে)অবস্থিত।
তিস্তা নদীর ডান তীরের সমভূমিকে তরাই এবং বাম তীরের সমভূমিতে ডুয়ার্স বলে।
ভাবর কি ?
হিমালয়ের পাদদেশের অঞ্চলে নদীবাহিত বালি, নুড়ি, পাথর সঞ্চিত হয়ে যে ঢেউ খেলানো ভূমিরূপ সৃষ্টি হয় তাকে ভাবর বলে।
ভাঙ্গর কাকে বলে ?
প্রাচীন পলি দ্বারা গঠিত প্লাবন ভূমির উচ্চ অংশকে ভাঙ্গর বলে।
খাদর কাকে বলে ?
নবীন পলি দ্বারা গঠিত প্লাবন ভূমির নিম্ন অংশকে উত্তরপ্রদেশে খাদর এবং পাঞ্জাবে বেট নামে পরিচিত।
পৃথিবীর বৃহত্তম নদী বদ্বীপের নাম কি ?
মাজুলি
তরাই ও ডুয়ার্স কি ?
তিস্তা নদীর ডান তীরের সমভূমিকে তরাই এবং বাম তীরের সমভূমিতে ডুয়ার্স বলে।