ভারতের মরু অঞ্চল (ভারতের ভূ-প্রকৃতি


ভারতের মরু অঞ্চল
ভারতের মরু অঞ্চল 

⇒যেসব এলাকায় বছরে ২৫ সেমি বা ২৫ সেমির কম বৃষ্টিপাত হয় এবং এবং জলীয়বাষ্পের পরিমাণ কম হয় সেই সব জায়গায় মরুভূমির সৃষ্টি হয়।

⇒এরকম জলবায়ু ভারতের উত্তর-পশ্চিম প্রান্তে দেখা যায়। এর ফলে ওই এলাকায় এক বিস্তীর্ণ অঞ্চল জুড়ে বিশাল আকৃতির মরুভূমি সৃষ্টি হয়েছে। এটির নাম "থর" মরুভূমি। এটি মরু অঞ্চল বা "মরুস্থলি" নামেও পরিচিত। এটি রাজস্থানের আরাবল্লী পর্বতের পশ্চিমে এবং শতদ্রু সমভূমির দক্ষিনে মরুভূমিটি অবস্থিত।

⇒রাজস্থান (অধিকাংশ এখানে অবস্থিত), পাঞ্জাব,হরিয়ানা, গুজরাট, পাকিস্তানের কিছু অংশে মরুভূমিটি দেখা যায় ।


⇒এই অঞ্চলের গড় উচ্চতা 150 -300 মিটার, গড় বৃষ্টিপাত 25 সেমির কম এবং গড় তাপমাত্রা 0-50 ডিগ্রী সেলসিয়াস ।


⇒মরু অঞ্চলে বহু লবণাক্ত হ্রদ দেখা যায় এগুলোকে রান বলা হয় উল্লেখযোগ্য কিছু হ্রদ গুলি হল। সম্বর(মরু অঞ্চলের বৃহত্তম লবণাক্ত হ্রদ) দেগানা, দিদওয়ানা, কুচমান, পুষ্কর


⇒মরু অঞ্চলের অবনমিত নিচু ভূমিকে ধান্দ 
 এবং চলমান বালিয়াড়িকে ধ্রিয়ান বলে।


⇒মরু অঞ্চলের মধ্যে দিয়ে অন্তর বাহিনীর নদী লুনি প্রবাহিত হয়েছে। এই নদী দ্বারা সৃষ্ট পরি অঞ্চলকে রোহি বলে। লুনি নদীর উত্তর অংশকে থালি বলে।

ধ্রিয়ান কাকে বলে ?

মরু অঞ্চলের চলমান বালিয়াড়িকে ধ্রিয়ান বলে।

ধান্দ কাকে বলে ?

মরু অঞ্চলের অবনমিত নিচু ভূমিকে ধান্দ বলে ।

রান কাকে বলে ?

মরু অঞ্চলে বহু লবণাক্ত হ্রদ দেখা যায় এগুলোকে রান বলা হয়।











একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.