মধ্য ও পূর্ব ভারতের উচ্চভূমি |
মধ্য ও পূর্ব ভারতের উচ্চভূমি
⇒ভারতের প্রায় মাঝখানে মধ্য ও পূর্ব ভারতের উচ্চভূমিটি অবস্থিত এটির উত্তরে রয়েছে সিন্ধু গাঙ্গেয় সমভূমি, দক্ষিণে রয়েছে বিন্ধ পর্বত, পূর্বে রয়েছে ছোটনাগপুর মালভূমি, পশ্চিমে রয়েছে আরাবল্লী পর্বত ।
⇒মধ্য ও পূর্ব ভারতের উচ্চভূমিকে প্রধানত তিনটি ভাগে ভাগ করা হয়।
1. উত্তর মধ্য ভারতের উচ্চভূমি
⇒উত্তর মধ্য ভারতের উচ্চভূমির উল্লেখ্যযোগ্য উচ্চভূমি হলো আরাবল্লী এটি হলো ক্ষয়জাত প্রাচীন ভঙ্গিল পর্বত ।
⇒এটি গুজরাটের আহমেদাবাদ থেকে ভারতের রাজধানী (নিউ দিল্লী) দিল্লী পর্যন্ত বিস্তৃত প্রায় 800 কিলোমিটার জুড়ে আরাবল্লী পর্বত বিস্তার করে আছে, গড় উচ্চতা প্রায় 600 থেকে 900 মিটার।
⇒আরাবল্লী পর্বত রাজস্থানের উদয়পুরে "জরগা"(আঞ্চলিক ভাষায়) নামে পরিচিত । আরাবল্লী পর্বতের সর্বোচ্চ শৃঙ্গ "মাউন্ট আবু"। গুরু শেখার(1772মিটার) মাউন্ট আবুতে অবস্থিত।
⇒আরাবল্লী পর্বত থেকে বিভিন্ন নদীর উৎপত্তি হয়েছে যেমন সবরমতী, লুনী, বানস ইত্যাদি।
2. দক্ষিণ মধ্য ভারতের উচ্চভূমি:
⇒দক্ষিণ মধ্য ভারতের উচ্চভূমির প্রধান পর্বত হল বিন্ধ পর্বত এটি গুজরাটের যবাট থেকে বিহারের সাসারাম পর্যন্ত বিস্তৃত 1112 কিলোমিটার বিস্তৃত। এই পর্বটি উত্তর ভারত ও দক্ষিণ ভারত কে ভাগ করেছে।
⇒বিন্ধ পর্বত এর সর্বোচ্চ শৃঙ্গ সদ্ভাবনা শিখর (Goodwill peak/ Kalumar Peak)(752 মিটার) ।
⇒বিন্ধ পর্বত থেকে বিভিন্ন নদীর উৎপত্তি হয়েছে যেমন চম্বল বেতওয়া, কেন ইত্যাদি ।
⇒বিন্ধ পর্বত এর দক্ষিণে অবস্থিত মহাকাল পর্বত যা সর্বোচ্চ শৃঙ্গ অমরকন্টক (1127 মিটার) এই পর্বত থেকেই নর্মদা নদীর উৎপত্তি হয়েছে ।
3.পূর্বের উচ্চভূমি
⇒পূর্বের উচ্চভূমির উল্লেখ্যযোগ্য উচ্চভূমি হলো ছোটনাগপুর মালভূমি এটি গ্রানাইট নিস প্রভৃতি আগ্নেয় ও রূপান্তরিত শিলা দ্বারা গঠিত। এ গড় উচ্চতা 400- 600 মিটার ।
⇒ছোটনাগপুর মালভূমির সর্বোচ্চ শৃঙ্গ পরেশনাথ পাহাড় (1366 মিটার) এটি ভারতের খনিজ ভান্ডার নামেও পরিচিত।
ছোটনাগপুর মালভূমির উল্লেখযোগ্য জলপ্রপাত গুলি হুড্ডু, জোনা, দশম, রাজরাপ্পা ( সুবর্ণরেখা নদীর উপর) ।
⇒ছোটনাগপুর মালভূমি থেকে উৎপন্ন নদী
কোয়েল, দামোদর (ছোটনাগপুর মালভূমির খামারপাত পাহাড় থেকে উৎপন্ন হয়েছে), সুবর্ণরেখা, ব্রাহ্মণী ইত্যাদ।