দাক্ষিণাত্যের মালভূমি |
দাক্ষিণাত্যের মালভূমি
দাক্ষিণাত্যের মালভূমিটি প্রাচীন গান্ডোয়ানাল্যান্ডের ধ্বংসাবশেষ দিয়ে তৈরি হয়েছে। এর উত্তর-পশ্চিম সীমান্তে প্রাচীনকালের লাভা সঞ্চারের জন্য, এখানকার মাটির রং কালো হয়।
দাক্ষিণাত্যের মালভূমির উত্তর রয়েছে, সাতপুরা পর্বত, দক্ষিণে আন্নামালাই,পূর্বে পূর্বঘাট পর্বত ,পশ্চিমে পশ্চিমঘাট পর্বত অবস্থিত। এটি প্রধানত মহারাষ্ট্র, কর্ণাটক, তামিলনাড়ু, অন্ধ্রপ্রদেশ, ও কেরালা এই পাঁচটি রাজ্যের ভেতর বিস্তার করে এর সর্বোচ্চ শৃঙ্গ জন্দাগাদ (1690) অন্ধপ্রদেশ অবস্থিত।
পশ্চিমঘাট বা সহ্যাদ্রী পর্বত:
⇒এটি তাপ্তি উপত্যকা থেকে কন্যাকুমারী পর্যন্ত বিস্তৃত গড় উচ্চতা 1000 মিটার এটি একটি ব্যবচ্ছিন্ন পর্বত এই পর্বতের বিচ্ছিন্ন পাহাড় গুলি হল অজন্তা সাতমালা, বালাঘাট ।⇒পশ্চিমঘাট পর্বতে, পার্বত্য ফাঁক বা গিরিপথ দেখা যায়।
- থলঘাট -নাসিকের নিকটে অবস্থিত
- ভোরঘাট- পুনের নিকট অবস্থিত
- পালঘাট- কেরালা তে অবস্থিত (কেরালার সাথে মালভূমির যোগাযোগ রক্ষা করে)
⇒পশ্চিমঘাট পর্বতের একদম দক্ষিণ দিকে অবস্থিত নীলগিরি পর্বত। নীলগিরি পর্বতের উচ্চতম শৃঙ্গ দোদাবেতা (2637 মিটার) এই পর্বতে টোডো নামে এক উপজাতি বাস করে
নীলগিরি পর্বতে বন্দিপুর পার্ক অবস্থিত। এবং এক এসীও প্রজাতির হাতি দেখা যায়। এই পর্বতের আরো দক্ষিনে দক্ষিণঘাট সর্বোচ্চ শৃঙ্গ অবস্থিত এর সর্বোচ্চ শৃঙ্গ আনাইমুদি।
পূর্বঘাট বা মলয়াদ্রি পর্বত:
⇒এটি উড়িষ্যার মহানদী থেকে তামিলনাড়ু পর্যন্ত বিস্তৃত পূর্বঘাট পর্বতের সর্বোচ্চ শৃঙ্গ বিলগিরি রঙ্গন (1750 মিটার)একটি ব্যবচ্ছিন্ন পর্বত এই পর্বতের বিচ্ছিন্ন পাহাড় গুলি হল নাল্লামাল্লা, পালকোন্ডা, জাভাদি, সেভবয়, পাচমালাই কোলাইমালাই ইত্যাদি।সাতপুরা পর্বত:
⇒নর্মদা ও প্রাপ্তির মধ্যে সাতটি পাহাড়ের সমন্বয়ে গঠিত হয়েছে সাতপুরা পর্বত। এটি একটি স্তুপ পর্বত এর গড় উচ্চতা 500 - 600 মিটার এর সর্বোচ্চ শৃঙ্গ ধূপগর (এটি পাঁচমারির কাছে অবস্থিত) পাঁচমারি হলো মহাদেব পর্বতের সর্বোচ্চ শৃঙ্গ।মেঘালয় মালভূমি:
⇒দাক্ষিণাত্য মালভূমির অবশিষ্ট অংশ ( দাক্ষিণাত্য মালভূমি বিচ্ছিন্ন অংশ) আর গড় উচ্চতা 600-1600 মিটার এটি গাড়ো খাসিয়া জয়ন্তিয়া মিকির প্রভৃতি পাহাড়ি অঞ্চল নিয়ে মেঘালয় মালভূমিতে গঠিত।গারো পাহাড়ের সর্বোচ্চ শৃঙ্গ নোকরেক (1412 মিটার) মীকির পাহাড়ের সর্বোচ্চ শৃঙ্গ ডামবুকচো (1363) মিটার ।