উপকূলীয় সমভূমি অঞ্চল |
উপকূলীয় সমভূমি অঞ্চল :
➧উপকূলে সমভূমি বলতে , সমুদ্রের উপকূলের সমতল ভূমিকে বোঝায় । ভারতের উপকূল রেখার দৈর্ঘ্য 6100 কিলোমিটার, আর দ্বীপপুঞ্জ মিলে উপকূল রেখার দৈর্ঘ্য-7516.6 কিলোমিটার।
➧নয়টি রাজ্যে ( গুজরাট, মহারাষ্ট্র, গোয়া, কর্ণাটক, কেরালা, তামিলনাড়ু, অন্ধ্রপ্রদেশ, ওড়িশা, পশ্চিমবঙ্গ) এবং তিনটি কেন্দ্রশাসিত অঞ্চলে (আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ, লাক্ষাদ্বীপ, দমন ও দিউ) এই উপকূলীয় সমভূমি দেখা যায়।
ভারতের উপকূলীয় সমভূমিকে প্রধানত দুটি ভাগে ভাগ করা হয়।
1. পশ্চিম উপকূলীয় সমভূমি :
➧ উত্তরের গুজরাট থেকে দক্ষিণের কন্যাকুমারী পর্যন্ত যে বিস্তীর্ণ সমভূমি দেখা যায় এটি পশ্চিম উপকূলীয় সমভূমি নামে পরিচিত ।এটি ভারতের পশ্চিম দিকে আরবসাগরের উপকূল বরাবর অবস্থিত ।
➧ কচ্ছ উপদ্বীপ এবং কচ্ছের রণ অঞ্চলকে নিয়ে গঠিত গুজরাট উপকূলের সমভূমি একটি প্রশস্ত সমতলভূমি ( কোনোও এক সময় কচ্ছের রণ অঞ্চলটি আরব সাগরের একটি প্রসারিত অগভীর অংশ ছিল) কিন্তু বর্তমানে গ্রীষ্মকালে এই সমভূমি অঞ্চলটি সম্পূর্ণ শুষ্ক, উদ্ভিদহীন ও সাদা লবণে ঢাকা বালুকাময় প্রান্তরে রূপান্তরিত হয় ।
➧ কচ্ছ অঞ্চলের কিছুটা দক্ষিণে অবস্থিত কাথিয়াবাড় উপদ্বীপ অঞ্চলটি সৌরাষ্ট্র নামেও পরিচিত । গিরণর সৌরাষ্ট্রের সর্বোচ্চ পাহাড় এর উচ্চতা 1117 মিটার ।
➧ভারতের পশ্চিম উপকূলের সমভূমি গুলি হলো
- মহারাষ্ট্রে কোঙ্কন উপকূল,
- কর্ণাটকের কানাড়া উপকূল
- কেরালায় মালাবার উপকূল