ভারতের দ্বীপপুঞ্জ |
ভারতের দ্বীপপুঞ্জ
আজ আমরা ভূ প্রকৃতির অন্তিম ভাগ ভারতের দ্বীপপুঞ্জ নিয়ে আলোচনা করব।
→প্রথমেই আমরা জেনে নেব দ্বীপপুঞ্জ কি ? বা কিভাবে তৈরি হয় ? । দ্বীপপুঞ্জ হল চারিদিকে জল বিশিষ্ট মাঝখানের একখন্ড স্থলকে দ্বীপপুঞ্জ বলে, যেমন শ্রীলংকা । নদী বা সমুদ্র কোন স্থানে পলি জমতে জমতে একটা বড়ো স্থলভাগের সৃষ্টি হয় তখন সেটাকে দ্বীপপুঞ্জ বলা হয়।
আমরা প্রধানত ভারতে দ্বীপপুঞ্জকে দুটি ভাগ ভাগ করেছি।
1. সাগরের দ্বীপপুঞ্জ
সাগরের দ্বীপপুঞ্জকে আবার দুটি ভাগে ভাগ করা যায়
A. বঙ্গোপসাগরের দ্বীপপুঞ্জ:
→বঙ্গোপসাগরের ভিতরে যে দ্বীপপুঞ্জ গুলি গড়ে উঠেছে তাদের বঙ্গোপ সাগরীয় দ্বীপপুঞ্জ বলা হয়।
→বঙ্গোপসাগরে একটি উল্লেখযোগ্য দ্বীপপুঞ্জ হল আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ। এটি কলকাতা থেকে 1255 কিমি এবং চেন্নাই থেকে1191 কিমি দূরে অবস্থিত।
→এটি ভারতের সবথেকে বৃহত্তম দ্বীপপুঞ্জ। এর রাজধানী পোর্ট ব্লেয়ার (যেটি দক্ষিণ আন্দামানে অবস্থিত)।
→ আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ 221টি দ্বীপ নিয়ে অবস্থিত(আন্দামান 204 টি ও নিকোবারে 17 টি দ্বীপ অবস্থিত)10° চ্যানেল আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ কে পৃথক করেছে।
→ এবং ভারতের দক্ষিণতম স্থান ইন্দিরা পয়েন্ট 6°45' এই আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জে অবস্থিত।
→স্যাডেল পীক( 737 মিটার) আন্দামান ও মাউন থুলিয়ার (568 মিটার) হলো নিকোবার দ্বীপপুঞ্জের সর্বোচ্চ শৃঙ্গ
→ এই দ্বীপে অবস্থিত নারকোনডাম এটি মৃত আগ্নেয়গির এবং ব্যারেন একটি সুপ্ত আগ্নেয়গিরি।
→এই দ্বীপে কয়েকটি ন্যাশনাল পার্ক অবস্থিত যেমন মাউন্ট হ্যারিয়েন্ট, ইন্দিরা গান্ধী মেরিন, রানী ঝাঁসি মেরিন, স্যাডেল পীক পার্ক (আন্দামানে অবস্থিত) গ্রেট নিকোবর বায়োস্ফিয়ার রিজার্ভ, গালাথিয়া ন্যাশনাল পার্ক(নিকোবর অবস্থিত)
→এই দীপপুঞ্জের কয়েকটি উপজাতি দেখা যায় যেমন নেগ্রিট, গ্রেট আন্দামানিজ, ওঙ্গো, জারোয়া, সম্পেন ইত্যাদি।
B. আরব সাগরের দ্বীপপুঞ্জ :
→আরব সাগরের ভিতরে যেসব দ্বীপপুঞ্জ গুলি গড়ে উঠেছে তাদের আরব সাগরীয় দ্বীপপুঞ্জ বলে।
→আরব সাগরীয় দ্বীপপুঞ্জের উল্লেখযোগ্য দ্বীপপুঞ্জ হল লাক্ষাদ্বীপ এর রাজধানী কাভারাত্রী। আয়তনের ক্ষুদ্র কেন্দ্রশাসিত অঞ্চল, 36 টি দ্বীপ নিয়ে লাক্ষাদ্বীপ গড়ে উঠেছে ।
→লাক্ষাদিভ আমিনদিভি, ও মিনিকয় দ্বীপ নিয়ে গড়ে উঠেছে লাক্ষাদ্বীপ।
এরা পরস্পরকে পৃথক করেছে কয়েকটি চ্যানেলের মাধ্যমে যেগুলি হল
→ 8°চ্যানেল মিনিকয় কে মালদ্বীপ থেকে পৃথক করেছে ।
→9°চ্যানেল মিনিকয় ও কাভারাত্রী থেকে পৃথক করেছে।
→আরব সাগরীয় দ্বীপপুঞ্জের উল্লেখযোগ্য দ্বীপপুঞ্জের ভিতর আরেকটি হল দমন ও দিউ এর রাজধানী দমন।
2. নদীর দ্বীপপুঞ্জ :
নদীর দ্বীপপুঞ্জে উল্লেখযোগ্যদীপ গুলি হল