স্বামী বিবেকানন্দের বিখ্যাত উক্তি || স্বামী বিবেকানন্দের বাণী

স্বামী বিবেকানন্দের বিখ্যাত উক্তি || স্বামী বিবেকানন্দের বাণী
স্বামী বিবেকানন্দ


 

স্বামী বিবেকাননন্দের বানী ও উক্তিতে অনুপ্রাণিত হয়েছে গোটা ভারতবাসী, তিনি জন্মগ্রহণ করেন ১৮৬১ সালে ১২ জানুয়ারি। স্বামী বিবেকানন্দের জন্মদিনটা স্মরণ রাখছে ১২ জানুয়ারি সারা ভারতবর্ষে "জাতীয় যুব দিবস" পালন করা হয়।


উক্তি 

" যদি তুমি নিজেকে

 দুর্বল হিসাবে বিবেচনা করো 

 তাহলে তুমি দুর্বল হয়ে যাবে

 আর যদি নিজেকে  

 শক্তিশালী মনে কর

 তবে শক্তিশালী হয়ে উঠবে "

                               -স্বামী বিবেকানন্দ


স্বামীজীর এই বাণী সমগ্র ভারতবাসী কে সফল হতে  সাহায্য করবে। দূর্বল মন সব সময় জীবনে সফলের পথে বাধা দেই তাই নিজেকে সবসময় শক্তিশালী ভাবুন কারণ তোমার ভিতর যে গুন আছে অন্য কারোর ভিতর সেটা নাও থাকতে পারে। তাই কখনো নিজেকে দুর্বল ভাববেন না

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.