APJ আব্দুল কালাম ছিলেন একজন ভারতীয় "পরমাণু বিজ্ঞানী" এবং ভারতের একদশতম রাষ্ট্রপতি। রকেট তৈরীর অবদানের জন্য তিনি ভারতের "মিসায়েল ম্যান" নামে ক্ষেত। তার উক্তি মানুষ কে ভীষণ ভাবে অনুপ্রানিত করে।
উক্তি
"সহজে পেয়ে যাওয়া জিনিস
বেশি দিন টেকে না
আর যে জিনিস বেশি দিন টেকে
সেই জিনিস সহজে পাওয়া যায় না"
-APJ আব্দুল কালাম
কম সময়ে অসৎ পথ অবলম্বন করে সহজেই সফলতা পাওয়া যায় কিন্তু সেটি বেশি দিন টেকে না । আর সৎ পথে সময় ও পরিশ্রম করে সফলতা অর্জন করলে, তাতে একটু বেশি সময় লাগবে কিন্তু সেটি সারাজীবন থাকবে।