ভারতের ভূপ্রকৃতি (সম্পূর্ণ আলোচনা) পরীক্ষার Point of View থেকে

 

ভারতের ভূপ্রকৃতি (সম্পূর্ণ আলোচনা) পরীক্ষার Point of View থেকে

ভারতের ভূ-প্রকৃতি হলো এক বৈচিত্রপূর্ণ । দক্ষিণ ভারতের "কন্যাকুমারী" থেকে উত্তর ভারতের "ইন্দিরা কল" পর্যন্ত এবং পূর্ব ভারতের "কিবিথু"থেকে পশ্চিম ভারতের "গুহার মোটর" পর্যন্ত এখানের ভূ-প্রকৃতিতে দেখতে পাবেন পাহাড়, পর্বত, উচ্চভূমি, মালভূমি, সমভূমি, দ্বীপপুঞ্জ, এমনকি মরুভূমি। এরকম বৈচিত্রপূর্ণ ভূ- প্রকৃতি আর কোনো দেশে খুঁজে পাবেন না । তাই ভারতবর্ষকে পৃথিবীর "ক্ষুদ্র সংস্করণ" বলা হয়। এই কারণে অন্য সব দেশের থেকে পৃথক করেছে ভারতবর্ষ কে।

অবস্থান গত দিক থেকে ভারতের ভূপ্রকৃতিকে সাতটি প্রধান ভাগে বিভক্ত করা হয়েছে।


1. উত্তরের হিমালয় পার্বত্য অঞ্চল(The Northern Mountains) 

2. উত্তরের সমভূমি অঞ্চল (The Northern Great Plains)

3. মরু অঞ্চল (The Indian Desert)

4. মধ্য ও পূর্ব ভারতের উচ্চভূমি (The Highland of Middle & Eastern India)

5. দাক্ষিণাত্যের মালভূমি (Deccan Plateau Region)

6. উপকূলীয় সমভূমি অঞ্চল (Coastal Plains)

7. দ্বীপপুঞ্জ (Indian Islands)



পড়ুন :

5. দাক্ষিণাত্যের মালভূমি (Deccan Plateau Region) ⤆ ক্লিক করুন



একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.