45 + জৈন ধর্মের গুরুত্বপূর্ণ প্রশ্ন |
সফল
সুপ্রিয় বন্ধুরা,
আজ আপনাদের সাথে শেয়ার করছি 45+ জৈন ধর্মের গুরুত্বপূর্ণ প্রশ্ন । যা আপনাদের আগত প্রতিযোগিতামূলক পরীক্ষা যেমন WBP, WBE (ওয়েস্ট বেঙ্গল আবগারি), KP ,RAILWAYS ,RPF ,NTPC, Wireless Operator ,PSC Clarkship, SSC, ইত্যাদি পরীক্ষায় ভীষণ ভাবে সাহায্য করবে সফল ভাবে উত্তীর্ণ হতে। আপনাদের সুবিদার্থে সফল আপনাদের পাশে সবসময় আছে।
1.জৈন ধর্মের প্রথম প্রবর্তক কে ?
- ঋষভদেব ।
2. জৈন ধর্মের প্রথম তীর্থঙ্কর কে ?
- ঋষভদেব ।
3. তীর্থঙ্কর শব্দের অর্থ কী ?
- মুক্তির পথদাতা বা জৈন ধর্মগুরু ।
4. জৈন শব্দটি কোথা থেকে এসেছে ?
- জিন থেকে ।
5. জৈন ধর্ম কত সালে বিস্তার লাভ করে ?
- খ্রিস্টপূর্ব ষষ্ঠ শতকে ।
6. প্রথম প্রতিবাদী ধর্মের নাম কী ?
- আজীবক সম্প্রদায় ।
7. আজীবক সম্প্রদায়ের প্রতিষ্ঠাতার নাম কী ?
-মাস্করি পুত্র গোসল ।
8. জৈন ধর্মের প্রকৃত প্রবর্তক এর নাম কী ?
-পার্শ্বনাথ ।
9. জৈন ধর্মের২৩ তম তীর্থঙ্কর কে ছিলেন ?
- পার্শ্বনাথ।
10. পার্শ্বনাথের প্রতীক কী ?
-সাপ ।
11. জৈন ধর্মের একমাত্র মহিলা তীর্থঙ্কর কে ছিলেন ?
- মালিনাথ
12. জৈন ধর্মের ২৪ তম তীর্থঙ্কর বা শেষ তীর্থঙ্কর এর নাম কী ?
- মহাবীর
13. মহাবীরের প্রতীক কি ছিল ?
- সিংহ।
14. জৈন ধর্মের প্রধান প্রবর্তক কে ছিল ?
-মহাবীর
15. মহাবীর এর জন্ম কোথায় এবং কবে হয় ?
- ৫৪০ খ্রিস্টপূর্বাব্দে বৈশালীর কুন্দ্ গ্রামে ।
16. মহাবীরের পিতা ও মাতার নাম কী ?
- পিতার নাম সিদ্ধার্থ (তিনি ক্ষত্রিয় জাতির লোক) ও মাতার নাম ত্রিশলা (লোক ছবি রাজা কে চেতকের ভাগ্নি)
17. মহাবীর স্ত্রী ও কন্যার নাম কী ?
- স্ত্রীর নাম যশোদা ও কন্যার নাম প্রিয়দর্শনা ।
18. মহাবীরের প্রথম শিষ্যের নাম কী ?
- জামিলি
19. মহাবীরের গুরু কে ছিল ?
- গোসল (আজীবক সম্প্রদায়ের প্রতিষ্ঠা করেন) ।
20. জৈনদের আদি শাস্ত্রগ্রন্থ নাম কী ?
- "কল্পসুত্র"।
21. কল্পসূত্র কে রচনা করে ?
- ভদ্রবাহু।
22. কল্পসূত্রের কটি খন্ডে বিভক্ত ছিল ?
- ১৪টি খন্ডে ।
23. মহাবীর কত বছর বয়সে গৃহ ত্যাগ করেন ?
-৩০ বছর বয়সে ।
24. মহাবীর কোথায় দিব্যজ্ঞান প্রাপ্ত হয় ?
- ঋযুপালিকা নদীর তীরে একটি শাল গাছের নিচে (৪২ বছর বয়সে)
25. মহাবীর এর মৃত্যু কোথায় এবং কবে হয় ?
- ৭২ বছর বয়সে ৪৬৮ খ্রিস্টপূর্বাব্দে বিহারের পাবা নামক স্থানে ( অনশনে স্বেচ্ছায়) মৃত্যুবরণ করে ।
26. জৈন ধর্মের পিষ্টপোষকতা ছিলেন কয়েকজন রাজা নাম
- চন্দ্রগুপ্ত মৌর্য, কলিঙ্গ রাজ খারবেল, রাষ্ট্রকুট রাজারা ।
27. জৈন ধর্মের ত্রিরত্ন নাম
- সৎ বিশ্বাস, সৎ জ্ঞান, সৎ আচরণ ।
28. প্রথম জৈন সম্মেলন কবে এবং কর নেতৃত্বে কোথায় হয় ?
- ৩০০খ্রিস্টপূর্বাব্দে স্থূলভদ্ররের নেতৃত্বে পাটলিপুত্র হয়েছিল।
29. দ্বিতীয় জৈন সম্মেলন কবে এবং কর নেতৃত্বে কোথায় হয় ?
- ৫০০ খ্রিস্টাব্দে দেবাধিক্ষমাশ্রমন নেতৃত্বে গুজরাটের বল্লভী তে হয়েছিল।
30. জৈনদের জাতি কটি ভাগ ?
- দুটি ভাগ শ্বেতাম্বর ও দ্বিগম্বর ।
31. জৈনদের যে জাতি নগ্ন সাধনায় বিশ্বাসী তাদের কি বলা হত ?
- দ্বিগম্বর ।
32. জৈনদের যে জাতি শ্বেত বস্ত্র পরিধান করত তাদের কি বলা হত ?
- শ্বেতাম্বর ।
33. জিতেন্দেও কাকে বলা হত ?
- মহাবীর কে
34. মহাবীর কে কেনো জিতেন্দেও বলা হতো ?
- মহাবীর ১২ বছর কঠোর সাধনায় সিদ্ধিলাভ করার জন্য ।
35. জৈন ধর্মের নিরগন্থ কী ?
- জৈন ধর্মের কঠোর তপস্যার দ্বারা যাদের বন্ধন মুক্তি ঘটে তাদেরকে নির্গন্থ বলা হয় ।
36. চতুরযাম কে প্রবর্তন করে ?
- পার্শ্বনাথ (অহিংসা সত্য ,আচৌর্য ,অপরিগ্রহ)
37. পঞ্চমহাব্রত প্রবর্তন করে ?
- মহাবীর (চতুরযামের চার টি সঙ্গে ব্রহ্মচর্য মহাবীর যোগ করে পঞ্চমহাব্রত প্রবর্তন করে )
38. জৈনদের প্রধান ধর্মগ্রন্থের নাম কী ?
- দ্বাদশ অঙ্গ (জৈন ধর্মের উপদেশ গুলি 12 টি খন্ডের সংকলিত রূপ হলো দ্বাদশ অঙ্গ)।
39. জৈন গ্রন্থ গুলি প্রধানত কি ভাষায় লেখা হতো ?
- প্রাকৃত ভাষায় ।
40. জৈন ধর্মে কর্মের বন্ধন থেকে মুক্তির পথ কী ?
- পঞ্চমহাব্রত ও কৃচ্ছসাধন ।
41. দ্বাদশ উপাঙ্গ কী ?
-দ্বাদশ অঙ্গের সাথে আরও ১২ টি অনুশাসন যোগ করে দ্বাদশ উপাঙ্গ সৃষ্টি।
42. দুজন শ্বেতাম্বর নাম করো
- স্থূলভদ্র ও পার্শ্বনাথ ।
43. দুজন দ্বিগম্বর নাম করো
- মহাবীর ও ভদ্রবাহু ।
44. মহাবীর কোন রাজার সময় মারা যান ?
- অজাতশত্রু ।
45. জৈন ধর্ম গ্রন্থ গুলির মধ্যে সবথেকে প্রাচীনতম কোনটি ?
-কল্পসূত্র ।
46. মহাবীর কোন রাজার সমসাময়িক ছিলেন ?
-বিম্বিসারের ।
জৈন ধর্মের প্রবর্তক কে ?
জৈন ধর্মের প্রধান প্রবর্তক মহাবীর (২৪ তম বা শেষ তীর্থঙ্কর ছিলেন) ।
জৈন ধর্মের প্রথম তীর্থঙ্কর কে ?
জৈন ধর্মের প্রথম তীর্থঙ্কর ঋষভদেব ।
জৈন ধর্মগ্রন্থের নাম কি ?
দ্বাদশ অঙ্গ (জৈন ধর্মের উপদেশ গুলি 12 টি খন্ডের সংকলিত রূপ হলো দ্বাদশ অঙ্গ)।