45 +বৌদ্ধ ধর্মের গুরুত্বপূর্ণ প্রশ্ন || যেগুলি বিগত বছরের বহু পরীক্ষায় এসেছে এবং আগত পরীক্ষার poin of view থেকে গুরুত্বপূর্ণ

45 +বৌদ্ধ  ধর্মের গুরুত্বপূর্ণ প্রশ্ন || যেগুলি বিগত বছরের বহু পরীক্ষায় এসেছে এবং আগত পরীক্ষার poin of view থেকে গুরুত্বপূর্ণ
45 +বৌদ্ধ ধর্মের গুরুত্বপূর্ণ প্রশ্ন


সফল

সুপ্রিয় বন্ধুরা,

                 আজ আপনাদের সাথে শেয়ার করছি 45+ বৌদ্ধ  ধর্মের গুরুত্বপূর্ণ প্রশ্ন । যা আপনাদের আগত প্রতিযোগিতামূলক পরীক্ষা যেমন WBP, WBE (ওয়েস্ট বেঙ্গল আবগারি), KP ,RAILWAYS ,RPF ,NTPC, Wireless Operator ,PSC Clarkship, SSC, ইত্যাদি পরীক্ষায় ভীষণ ভাবে সাহায্য করবে সফল ভাবে উত্তীর্ণ হতে। আপনাদের সুবিদার্থে সফল আপনাদের পাশে সবসময় আছে।


 1. বুদ্ধের পূর্ব জন্মের কাহিনী কি থেকে জানা যায় ? 

- জাতক কাহিনী থেকে ।

2. জাতক কাহিনী কি ভাষায় রচিত ?  

- পালি ভাষায়।

3. গৌতম বুদ্ধ কোথায় সিদ্ধিলাভ করেন ? 

- বুদ্ধগয়া 

4. গৌতম বুদ্ধ কোন গাছের নিচে সিদ্ধিলাভ করে ? 

- বোধি বৃক্ষ (পূর্বে এটি অশ্বত্থ গাছ ছিল গৌতম বুদ্ধ ওখানে সিদ্ধিলাভ করে বলে "বোধি বৃক্ষ" নাম হয় )।

5. গৌতম বুদ্ধের নির্মাণের ঘটনা কিসের প্রতীক ? 

- বোধি বৃক্ষ

6. গৌতম বুদ্ধ প্রথম কোথায় ধর্ম প্রচার করে ? 

- বারানসি ঋষি পত্তনের মৃগশিখা বনে বর্তমান নাম "সারনাথ"

7. গৌতম বুদ্ধ কবে এবং কোথায় জন্মগ্রহণ করে ? 

- গৌতম বুদ্ধ খ্রিস্টপূর্ব ৫৬৩ বা ৫৬৬ সন- এ নেপালের তরাই অঞ্চলের কপিলা নাম বস্তু নামক লুম্বিনী উদ্যানে ।

8. গৌতম বুদ্ধের জন্মের প্রতীক কি ?

 - পদ্ম ও ষার  ।

9. গৌতম বুদ্ধ কোন বংশের সন্তান ? 

- শাক্য বংশে জাতিতে ক্ষত্রিয় ছিল ।

10. গৌতম বুদ্ধ কি নামে পরিচিত ছিল ? 

- শাক্যমুণি ( কারন তিনি শাক্য বংশে জন্মগ্রহণ করেন ) ।

11. গৌতম বুদ্ধের বাল্য নাম কি ? 

- সিদ্ধার্থ বা তথাগত ।

12. গৌতম বুদ্ধের পিতা ও মাতার নাম কি ? 

 - গৌতম বুদ্ধের পিতার নাম ছিল শুদ্ধোধন ও ও মাতার নাম ছিল মায়াদেবী ( কোশল রাজকন্যা)  ।

13. গৌতম বুদ্ধের স্ত্রী ও পুত্রের নাম কি ? 

- স্ত্রীর নাম গোপা বা যশোধরা ও পুত্রের নাম রাহুল ।

14. বুদ্ধকে কেন গৌতম নামে পরিচিত ছিল ? 

- তিনি ছোটবেলায় তার মাসি প্রজাপতি গৌতমীর কাছে লালিত হয় তাই তার নাম গৌতম হয়।

15. বুদ্ধের গৃহত্যাগের ঘটনা কি নামে পরিচিত ? 

- মহাভিনিষ্ক্রমণ ।

16. মহাভিনিষ্ক্রমণের প্রতীক কি ?

 - ঘোড়া  ।

17. গৌতম বুদ্ধের গুরুর নাম কি ছিল ? 

- আলালকামা ।

18. গৌতম বুদ্ধের চিকিৎসকের নাম কি ?

 - জীবক ।

19. বুদ্ধ কিভাবে জ্ঞানী নামে পরিচিত হয় ? 

- গৌতম বুদ্ধ যখন উরু বিল্ব নামক স্থানে একটি অশ্বত্থ গাছের তলায় কোভিদ ধ্যানে মগ্ন হন তখন থেকে তার নাম জ্ঞানী হয় ।

20. বুদ্ধের ধর্ম প্রচার কি নামে পরিচিত ?

- ধর্মচক্র প্রবর্তন (বুদ্ধ বারানসের কাছে সারনাতে পাঁচজন তপস্বীকে নিয়ে প্রথম তার ধর্ম প্রচার করেন)

21.বিখ্যাত কিছু বৌদ্ধ পন্ডিতগন নাম 

- অশ্বঘোষ নাগার্জুন, বসুবন্ধু, বুদ্ধঘোষ ইত্যাদি ।. 

22. গৌতম বুদ্ধ কোথায় দেহত্যাগ করেন ?

- উত্তরপ্রদেশের গোরক্ষপুর জেলার কুশীনগর গ্রামে ।

23. গৌতম বুদ্ধের মৃত্যু বুদ্ধ ধর্মে কি নামে পরিচিত ?

 - মহাপরীনির্মাণ ।

24. গৌতম বুদ্ধের মহাপরীনির্মাণ ঘটনার প্রতীক কি ?

 - স্তুপ  ।

25. বুদ্ধের মতে নির্বাণ লাভের পথ কি ? 

 - অষ্টাঙ্গিক মার্গ (সৎ বাক্য, সৎকর্ম, সৎ সংগলন, সৎ জীবন, সৎ চেষ্টা, সৎ স্মৃতি, সম্যক দৃষ্টি, সম্যক সমাধি )  ।

26. বৌদ্ধ ধর্মের বৈশিষ্ট্য কি ? - "পঞ্চশীল" ।

27. বুদ্ধদেব ত্রিরত্ন কি কি ?

 - ১ বুদ্ধ-জ্ঞান ২ ধর্ম-মত ৩ সংঘ -মঠ

28. বৌদ্ধ ধর্মের কটি শাখা এবং কি কি ? 

- দুটি হীন যন ও মহাযন ।

29. বৌদ্ধদের প্রধান ধর্মগ্রন্থের নাম কি ? - ত্রিপিটক ( সূত্ত পিটক, বিনয় পিটক ও অভিনন্দন পিটক )

30. ত্রিপিটক কি ভাষায় রচিত ? 

- পালি ভাষা  ।

31. বুদ্ধের বাণী কোন পিটকে আছে ? 

- সূত্ত পিটকে ।

32. বৌদ্ধ ভিক্ষুকদের পালনীয় কর্তব্য ও সংঘের নীতি কোন পিটকে আছে ? 

- বিনয় পিটকে ।

33. দার্শনিক ধারণার ব্যাখ্যা কোন পিটকে আছে ? 

- অভিনন্দন পিটকে ।

34. বুদ্ধের ঘোড়ার নাম কি ছিল ?

 - কুন্থক ।

35. কয়টি বৌদ্ধ সংগীত বা সম্মেলন হয়েছিল ? 

- ৪টি

36.  বৌদ্ধ সম্মেলন কত সালে কার সময় ও কোথায় হয়েছিল 

বৌদ্ধ সম্মেলন 

সময়কাল

  কোথায়

সভাপতি

প্রথম 

৪৮৩ খ্রিস্টপূর্বাব্দে 

রাজগৃহ

মহাকাশ্যপ 

দ্বিতীয়

৩৮৩খ্রিস্টপূর্বাব্দে 

বৈশালী

 সবাকমি

তৃতীয়

২৫০খ্রিস্টপূর্বাব্দে 

পাটলিপুত্র

মোগলিপুত্ত ‌‍‍‌‌ত্রিষা(উপগুপ্ত নামে পরিচিত ছিল)

চতুর্থ 

৭৮ খ্রিস্টাব্দে

কাশ্মীরে

বসুমিত্র


37. এ রাজ্যের বুদ্ধের আশ্রম কোথায় ছিল ? 

- জেতবন বিহার ।

38. বৌদ্ধ ধর্মের কোন শাখাটি শ্রীলঙ্কায় বিস্তার লাভ করেছিল ? 

- হীনযান ।

39. সমুদ্রের জলের যেমন একটি স্বাদ তা হলো নোনা, আমার ধর্মের একটি লক্ষ্য তা হলো মানুষকে রক্ষা, করা উক্তিটি কার ?

 - গৌতম বুদ্ধ ।

40. নালন্দা বিশ্ববিদ্যালয় কে প্রতিষ্ঠা করেন ?

 -প্রথম কুমার গুপ্ত

41. ওদন্তপুরী, বিক্রমশিলা, সোমপুরী বিশ্ববিদ্যালয় কে প্রতিষ্ঠা করেন ? 

-ধর্মপাল (অনেকের মতে ওদন্তপুরী গোপাল প্রতিষ্ঠা করেছিল)

42. জগদ্দল বিশ্ববিদ্যালয় কে প্রতিষ্ঠা করেন ? 

- রামপাল ।

43. বল্লভী বিশ্ববিদ্যালয় কে প্রতিষ্ঠা করেন ? 

- ভট্টরক ।

44. মহাবিভাষা সাহিত্য কে রচনা করে ? 

-বসু মিত্র ।

45. কোন বৌদ্ধ সম্মেলনে হীনযান ও মহাযান দুটি শাখায় বিভক্ত হয় ?

 -চতুর্থ বৌদ্ধ সম্মেলনে ।

46. অভিধর্ম পিটক সংকলন কোন বৌদ্ধ সম্মেলন হয় ?

 - তৃতীয় বৌদ্ধ সম্মেলনে।

47. বিনয় পিটক ও সুত্ত পিটক সংকলন কোন বৌদ্ধ সম্মেলনে হয় ?

 - প্রথম বৌদ্ধ সম্মেলনে ।

48. দুজন বৌদ্ধ ধর্ম আনুগত্য রাজার নাম ? 

- অশোক ও কনিষ্ক ।


একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.