60 + বৈদিক সভ্যতার গুরুত্বপূর্ণ প্রশ্ন ও উত্তর (পরীক্ষার Point of View থেকে)


60 + আর্য / বৈদিক সভ্যতার গুরুত্বপূর্ণ প্রশ্ন ও উত্তর  (পরীক্ষার Point of View থেকে)
আর্য / বৈদিক সভ্যতার গুরুত্বপূর্ণ প্রশ্ন

সফল

সুপ্রিয় বন্ধুরা,

                 আজ আপনাদের সাথে শেয়ার করছি  60 +  আর্য / বৈদিক সভ্যতার গুরুত্বপূর্ণ প্রশ্ন । যা আপনাদের আগত   প্রতিযোগিতামূলক পরীক্ষা যেমন WBP, WBE (ওয়েস্ট বেঙ্গল আবগারি),  KP ,RAILWAYS ,RPF ,NTPC, Wireless Operator ,PSC Clarkship, SSC, ইত্যাদি পরীক্ষায়  ভীষণ ভাবে সাহায্য করবে  সফল ভাবে উত্তীর্ণ হতে। আপনাদের সুবিদার্থে   সফল আপনাদের পাশে  সবসময় আছে।

1.  আর্য শব্দের অর্থ  কী ?

 -একটি ভাষা গোষ্ঠী  

2. আর্যদের প্রধান ফসলের নাম কী ?

  - যব  

3. বেদ শব্দের অর্থ কী ? 

 - জ্ঞান  

4. আর্যদের প্রধান বাহন কী ছিল ? 

 - ঘোড়া ।

4. আর্যদের আদি বাসস্থান কোথায় ছিল ?

- সপ্তসিন্ধু অঞ্চল।(এটি বলেছেন এ সি দাস)

5. আর্য সভ্যতাই  পুরচরিষ্ণু শব্দের অর্থ কী ?

 - চলমান দূর্গ ।

6. বৈদিক যুগে মহাকাব্যের নামকী ছিল ?

 - রামায়ণ, মহাভারত ।

7. আর্য ধর্মের মূল কথা কী ?

-প্রকৃতি পূজা ।

8. ঋক বৈদিক যুগের শ্রেষ্ঠ পুরহিতার নাম কী ? 

- বশিষ্ঠ ,বিশ্বমিত্র ।

9. ঋক বৈদিক যুগে কততম মন্ডলে সভার কথা উল্লেখ আছে ?

 - ষষ্ঠ ও অষ্টম মন্ডলে ।

10. বৈদিক যুগে বৃহত্তম রাজনৈতিক সংগঠন কি ছিল ?

 - জন ।

11.  পুরাণের সংখ্যা কটি ? 

- 18টি (মৎস্য পুরাণ সবথেকে প্রাচীনতম)

12. ভারত তথা পৃথিবীর প্রাচীনতম সাহিত্যের নাম কী ?

 - ঋগবেদ ।

13. ঋগবেদের শ্লোকের সংখ্যা কটি ? 

 - 1028টি ।

14. বৈদিক যুগের সমিতির উল্লেখ ঋকবেদের কততম মন্ডল আছে ?

- নবম এবং দশম মন্ডলে ।

15. বৈদিক যুগে মঘবন বলতে কী বোঝানো হয়েছে ?

- অর্থবান লোক ।

16. ঋক বৈদিক যুগে গায়ত্রী মন্ত্র কার উদ্দেশ্যে গাওয়া হত ? 

- সাবিত্রির উদ্দেশ্যে ।

17. দশ রাজার যুদ্ধ ঋগ্বেদের কততম মন্ডলের বর্ণিত আছে ?

- সপ্তম মন্ডলে ।

18. ঋক বৈদিক যুগের একজন শক্তিশালী রাজার নামকী  ?

- সুদাস।

19.  সুদাস কোন গোষ্ঠীর রাজা ছিলেন ? 

- ভরত ।

20. দশ রাজার যুদ্ধ কাদের ভিতর হয়েছিল ?

- আর্য আর অনার্যদের ভিতর।

21. ঋক বৈদিক যুগের অধিবাসীদের কি বলা হত ? 

 - হোত্রী ।

22. সংগীত নিয়ে আলোচনা করা হয় কোন বেদে ?

- সামবেদে ।

23. যদু বেদ যারা পাঠ করতো তাদের কি বলা হত ? 

- উদভারযু ।

24. কোন বেদ নিয়ে অনার্যদের সম্পর্কে আলোচনা করা হয় ? 

অথর্ববেদ ।

25. দেবদেবীর স্তোত্র কোন বেদে আছে ?

অথর্ববেদ (সংহিতা ভাগে) ।

26. যার যজ্ঞের মন্ত্র কোন বেদে আছে ? 

- অথর্ববেদ (ব্রাহ্মণ ভাগে) ।

27. বেদান্ত কোন বেদকে বলা হত ? 

- উপনিষদ কে ।

28. চতুরবর্ণের সৃষ্টির উল্লেখ  কততম মন্ডল রয়েছে ?

- দশম মন্ডল এ ।

29. অনুলোম বিবাহকী ? 

-উচ্চবর্ণের পাত্রের সাথে নিম্ন বর্ণের পাত্রীর বিবাহ।

30. উপনিষদ প্রথম ইংরেজিতে অনুবাদ করেন কে ? 

- চার্লস উইলকিন্স (গিতারও ইংরেজি অনুবাদক ইনি ) ।

31. সত্যমেব জয়তে কথাটি কোথা থেকে নেওয়া হয়েছে ?

 - মুন্ডক উপনিষদ থেকে ।

32. বৈদিক যুগে একজন ব্রহ্মবাদীনির নাম 

- লোপামুদ্রা ।

33. বৈদিক যুগে সদ্যবধু কাদের বলা হত ?

- যারা আজীবন গৃহী জীবন যাপন করতো ।

34. বৈদিক যুগে কিনাস কাকে বলা হতো  ?

- হালধারী কৃষক ।

35. ঋকবেদে ভিষ্টি কী ?

- একপ্রকার চামড়ার থলি ।

36. ঋকবেদে কর্ণশোভন ও হিরণ্যকর্ণ কী ? 

-কানের দুল ।

37. ঋকবেদে অগ্নিদেবের জন্য কতগুলি স্তোত্র আছে ? 

-২০০টি

38. ঋকবেদে ইন্দ্র দেবের জন্য কতগুলি স্তোত্র আছে ? 

- ২৫০টি ।

39. ঋকবেদের প্রাচীন দেবতার নাম কী ?

 - দৌ ।

40. দেবের গাভিষ্টি শব্দের অর্থ কী ?

-গরুর অনুসন্ধান।

41. ঋক বৈদিক যুগে দূরত্ব নির্ণয়ের একক কি ছিল ? 

  - গভ্যুতি ( Gavyuti ) ।

42. ঋক বৈদিক যুগে সময় মাপার একক কী ? 

 - গোধূলি ।

43. বৈদিক যুগে পেশ বলতে কি বোঝানো হয়েছে ? 

-নর্তকীদের সূক্ষ্ম কাজ করা পোশাক ।

44. ঋকবেদে যুগে  সমাজে কয় ধরনের পুরোহিত ছিল ?

 - চার ধরনের ।

45. বৈদিক যুগের শ্রেষ্ঠ নদী কোনটি ?

 - সরস্বতী ।

46. ঋকবেদের তৃতীয় মন্ডলে উল্লেখিত গায়ত্রী মন্ত্রের রচয়িতা কে ?

-বিশ্ব মিত্র ।

47. কোন দুইজন জৈন তীর্থঙ্করের নাম ঋকবেদে বর্ণিত আছে ?

- ঋষভ দেব ও অরীষ্ঠ নেমিনাথ ।

48. বৈদিক যুগে ব্রাত্য কাদের বলা হত ? 

 - বেদে অবিশ্বাসীদের।

49. চতুরাশ্রমের কথা  কোন বৈদিক সাহিত্যে উক্তি রয়েছে ?

- জবাল উপনিষদ ।

50. বৈদিক যুগে প্রচলিত স্বর্ণমুদ্র নাম কী ? 

 - নিস্ক ও মনা ।

51. ঋক বৈদিক যুগে সর্বাপেক্ষা উন্নত রাজ্য  ? 

- পাঞ্চাল ।

52. ঋক বৈদিক যুগের দুজন বিদুষী মহিলার নাম কী ? 

- গার্গী ও মৈত্রেয়ী ।

53. ঋক বৈদিক যুগে গীতার শ্লোকের সংখ্যা কটি ছিল ? 

- ৭০০ টি ।

54. বৈদিক যুগের সভা কাদের নিয়ে আয়োজন করা হতো ? 

 - বয়োজ্যেষ্ঠদের নিয়ে ।

55. বৈদিক যুগের সমিতি কাদের নিয়ে আয়োজন করা হতো ?  

- জনগণ নিয়ে।

56.  ঋক বৈদিক সংস্কৃতির সাথে প্রাচীন কোন সংস্কৃতির মিল লক্ষ্য করা যায় ?

- পারসিক সংস্কৃতি ।

 ঋক বৈদিক যুগের কয়েকজন গুরুত্বপূর্ণ দেবতার নাম

ঋক বৈদিক যুগে ইন্দ্র কিশের দেবতা ?  

ঋক বৈদিক যুগে ইন্দ্র বৃষ্টির দেবতা ছিল ।

বৈদিক যুগে মিত্র কিশের দেবতা ? 

ঋক বৈদিক যুগে মিত্র সূর্যের দেবতা ছিল ।

ঋক বৈদিক যুগে মরু কিশের দেবতা ? 

ঋক বৈদিক যুগে মরু ঝড়ের দেবতা ছিল ।

ঋক বৈদিক যুগে অরন্যানী কিশের দেবতা ?

ঋক বৈদিক যুগে অরন্যানী ঝবনের দেবী ছিল ।

ঋক বৈদিক যুগে অরন্যানী কিশের দেবতা ?

ঋক বৈদিক যুগে বরুণ জলের দেবতা ছিল ।

ঋক বৈদিক যুগে পৃথ্বী কিশোর দেবতা ?

ঋক বৈদিক যুগে পৃথ্বী পৃথিবীর দেবতা ছিল ।


বৈদিক যুগে কিছু ব্যবহৃত শব্দের অর্থ

বৈদিক যুগের সেনাপতি কি নামে পরিচিত ছিল?

বৈদিক যুগের সেনাপতিরা সেনানি নামে পরিচিত ছিল ।

বৈদিক যুগে পরিবার বা কুলের প্রধান কে কি বলা হত ?  

বৈদিক যুগে কুলের প্রধান বা পরিবারকে কুলোপা বলা হত ।

বৈদিক যুগে গ্রামের প্রধান কে কি বলা হত ?  

বৈদিক যুগে গ্রামের প্রধান কে গ্রামনী বলা হত। ।

বৈদিক যুগে রাজনৈতিক সংগঠনের নাম কি ছিল ?

বৈদিক যুগে রাজনৈতিক সংগঠনের নাম ছিল সভা ও সমিতি ।

. বৈদিক যুগে গুপ্তচর কি নামে পরিচিত ছিল ?

বৈদিক যুগে গুপ্তচর স্পা নামে পরিচিত ছিল।

বৈদিক যুগে পুলিশ কি নামে পরিচিত ছিল ?

বৈদিক যুগে পুলিশ উগ্র নামে পরিচিত ছিল ।



একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.