২৫ + গুরুত্বপূর্ণ gk question বিগত বছর বহু পরীক্ষায় এসেছে

50 + গুরুত্বপূর্ণ gk question বিগত বছর বহু পরীক্ষায় এসেছে
25+ গুরুত্বপূর্ণ GK প্রশ্ন


আজ আপনাদের সাথে শেয়ার করছি 25+ গুরুত্বপূর্ণ GK প্রশ্ন এই পর্বে আপনারা পাবেন বিগত বছরে বিভিন্ন পরীক্ষার আসা গুরুত্বপূর্ণ প্রশ্ন । যেগুলি বহুবার পরীক্ষা এসেছে । এই টেস্ট টি আপনাদের আগত প্রতিযোগিতামূলক পরীক্ষা যেমন WBP, WBE (ওয়েস্ট বেঙ্গল আবগারি), KP ,RAILWAYS ,RPF , Wireless Operator ,PSC Clarkship, SSC, ইত্যাদি পরীক্ষায় ভীষণ ভাবে সাহায্য করবে সফল ভাবে উত্তীর্ণ হতে। আপনাদের সুবিদার্থে সফল আপনাদের পাশে সবসময় আছে।

 1) লোকসভার অধ্যক্ষের বেতন ভাতা কে নির্ধারণ করেন?

- সংসদ


2) ভারতীয় সংবিধানের নির্দেশমূলক নীতিমূলক নীতিগুলি কোন দেশের সংবিধানের অনুসারে গৃহীত?


- আইরিশ


3) কোণ ভারতীয় প্রথম ব্রিটিশ পার্লামেন্টের সদস্য হন?


- দাদাভাই নৌরজী

4) কোণ আইনকে জহরলাল নেহেরু Charter of Slavery' বলে অভিহিত করেন?


- 'ভারত সরকার আইন 1935


5) ইস্ট ইন্ডিয়া কোম্পানি কোণ আইনে পরিচালিত হত?


- ব্রিটিশ ইন্ডিয়া অ্যাক্ট 1784


6) ক্রিপস মিশন কোণ ইংরেজ ভাইসরয়ের শাসঙ্কালে ভারতে আসেন?


- লর্ড লিনলিথগো


7) পাকিস্তান রাষ্ট্রের ধারণা কার সৃষ্টি?


- মহম্মদ ইকবাল


8) লাহোর অধিবেশনে কোণ দিনটিকে সর্ব প্রথম স্বাধীনতা দিবস হিসাবে ধার্য করা হয়?


-২৬ জানুয়ারী ১৯৩০


9) ভারতের কার্পাস চাষ সবথেকে ভালো হয়-

-কৃষ্ণ মৃত্তিকায়


10) ইয়ং ইন্ডিয়ার সম্পাদক কে ছিলেন?


-মহাত্মা গান্ধী


11) কত খ্রিষ্টাব্দে সাইমন কমিশন গঠিত হয়?


- 1927


12) কোণ সালে ভারতীয় রিজার্ভ ব্যাঙ্ক প্রতিষ্ঠিত হয়?


- 1935


13) কোণ নদী দার্জিলিং পাহাড়কে বিভক্ত করেছে?


- তিস্তা


14) কোথায় সাবাই ঘাস প্রচুর পরিমানে পাওয়া যায়?


- তরাই অরণ্য


15) জেমু হিমবাহ থেকে কোণ নদীর উৎপত্তি?


- তিস্তা


16) পাগলাঝোড়া থেকে কোণ নদীর উৎপত্তি হয়?


- মহানন্দা



17) ভারতে কফির প্রধান গবেষণা কেন্দ্র কোথায় অবস্থিত?


 - ব্যাঙ্গালোর


18) তিব্বত মালভূমিতে ব্রহ্মপুত্র নদের নাম কী?


- সাংপো


19) ভারতের দীর্ঘতম হিমবাহ কোনটি?


- সিয়াচেন


20) ভারতের কোণ মালভূমিকে 'ডেকানট্র্যাপ' বলে?


- মহারাষ্ট্র মালভূমি


21) আইহোল লিপির রচনাকার কে?


- রবিকীরতি


22) লক্ষীধারা কার শাসঙ্কালে 'কল্পদ্রুম' রচনা করেন?


- গোবিন্দচন্দ্র


23) ওদন্তপুরী বিশ্ববিদ্যালয় স্থপতি কে?


- গোপাল


24) কিরন-উস-সদর গ্রন্থের রচয়িতা কে?


- আমীর খসরু


25) ইকতা ব্যবস্থা কে প্রচলন করেন?


- ইলতুত্মিস


26) চালুক্য র রাজধানী কোথায় ছিল? নী কোথায়।


- বাদামি


27) সর্বপ্রথম 'Tribal Assembly' কোণটি?


- বিধাতা



একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.