বিভিন্ন অংশ কোন কোন দেশের সংবিধান থেকে নেওয়া হয়েছে।
আমেরিকা থেকে নেয়া হয়েছে
- লিখিত সংবিধান।
- প্রস্তাবনা ।
- উপরাষ্ট্রপতি।
- মৌলিক অধিকার ।
সংবিধানের তৃতীয় অধ্যায় ১২ থেকে ৩৫ নং ধারায় এর উল্লেখ আছে এতে বলা আছে যে এই দেশের সকল জনগণ কোন ভেদাভেদ ছাড়াই মৌলিক মানবাধিকার দেওয়া হয়েছে, একে মৌলিক অধিকার বলা হয়
5. সুপ্রিম কোর্ট ও হাইকোর্টের বিচারপতি কে অপসারণ পদ্ধতি।
১২৪ (4) ধারাই রাষ্ট্রপতি সুপ্রিম কোর্টের বিচারপতিকে আশ্চঞ্ছিত করতে পারেন তা অবশ্যই সংসদ দ্বারা পেশ করা রেশডিউশনের উপর ভিত্তি করে। (এখনো পর্যন্ত একজন বিচারপতিকেও অপসারণ করা হয়নি)।
6. সুপ্রিম কোর্টের মতন একই পদ্ধতিতে হাইকোর্টের বিচারপতিকে অপসারণ করা হয়।
7. রাষ্ট্রপতি অপসারণ ।
8. সুপ্রিমকোর্ট প্রতিষ্ঠা ।
ব্রিটেন থেকে নেয়া হয়েছে
- মন্ত্রিপরিষদ।
- সংসদীয় শাসন ব্যবস্থা।
- প্রধানমন্ত্রী।
- দ্বিকক্ষ বিশিষ্ট সংসদ ।
- Cag এর কার্যালয়।
- একক নাগরিকত্ব ।
- রাষ্ট্রপতি ।
- স্পিকার ।
- নির্বাচন কমিশন।
- রাষ্ট্রপতি।
- আইন নির্মাণ পদ্ধতি ( Law Making procedure)
- সংসদের নিম্নকক্ষ।
১৯৫২ সালে গঠিত হয় লোকসভা কক্ষটি, এটি সংসদের নিম্নকক্ষ নামে পরিচিত। ৫৫০ জন সদস্য নিয়ে গঠিত হয় এই কক্ষটি এবং এর মেয়াদ 5 বছর।
সোভিয়েত রাশিয়া থেকে নেয়া হয়েছে
- মৌলিক কর্তব্য।
- পঞ্চবার্ষিকী পরিকল্পনা ।
- অর্থনৈতিক পরিকল্পনা।
অস্ট্রেলিয়া থেকে নেয়া হয়েছে
- যৌথ তালিকা ।
- প্রস্তাবনার ভাষা ।
- কেন্দ্র রাজ্যের সম্পর্ক।
জাপান থেকে নেয়া হয়েছে
- সুপ্রিম কোর্টের গঠন ও কাজের আইনগত পদ্ধতি।
দক্ষিণ আফ্রিকা থেকে নেয়া হয়েছে
- সংবিধান সংশোধন পদ্ধতি ।
- রাজ্যসভার সদস্য নির্বাচন পদ্ধতি ।
কানাডা থেকে নেয়া হয়েছে
- যুক্তরাষ্ট্রীয় শাসন ব্যবস্থা ।
- কেন্দ্র ও রাজ্যের মধ্যে ক্ষমতা বন্টন ।
আয়ারল্যান্ড থেকে নেয়া হয়েছে
- নির্দেশমূলক নীতি।
- রাষ্ট্রপতি নির্বাচন ।
- রাজ্য সভায় রাষ্ট্রপতি কর্তৃক সদস্য মনোনয়ন রাষ্ট্রপতি নির্বাচন প্রক্রিয়া ।
ফ্রান্স থেকে নেয়া হয়েছে
- প্রজাতন্ত্র সাম্য শব্দ দুটি নেওয়া হয়েছে।
জার্মানি থেকে নেয়া হয়েছে
- জরুরি অবস্থায় মৌলিক অধিকার বাতিল বা মুলতবি।