ভারতীয় সংবিধানের প্রস্তাবনা
ভারতীয় সংবিধানের প্রস্তাবনা |
প্রস্তাবনা অর্থ হল সংবিধানের ভূমিকা । প্রস্তাবনার শুরু এবং শেষে রয়েছে "আমরা ভারতের জনগণ"
প্রস্তাবনাটি আমেরিকার সংবিধান থেকে নেওয়া হয়েছে। এর রচয়িতা জওহরলাল নেহরু।
প্রস্তাবনা সংবিধানের ভূমিকা হিসেবে বলা হয়েছে ভারত হল একটি সার্বভৌম, সমাজতান্ত্রিক, ধর্মনিরপেক্ষ, গনতান্ত্রিক, প্রজাতন্ত্র দেশে। (সমাজতান্ত্রিক ও ধর্মনিরপেক্ষ শব্দ দুটি প্রস্তাবনাতে ১৯৭৬ সালে ৪২ তম সংবিধান সংশোধনীতে যুক্ত করা হয়েছে) ।
সার্বভৌম :
সার্বভৌম কথাটির অর্থ হলো কোন দেশে যে ক্ষমতা বলে দেশের অভ্যন্তরীণ ও বহিঃ বিষয়ের হস্তক্ষেপ থেকে মুক্ত থাকতে পারে।
সমাজতান্ত্রিক :
সমাজতান্ত্রিক শব্দের অর্থ হলো ক্ষমতা এবং অর্থ নির্দিষ্ট কোন শ্রেণীর হাতে আবদ্ধ থাকবে না। সেগুলি দেশের উন্নতি জন্য সমাজের সর্বস্তরে সমানভাবে বণ্টিত হবে।
ধর্মনিরপেক্ষ :
ধর্মনিরপেক্ষ শব্দের অর্থ হলো, দেশের কোন নিজস্ব ধর্ম থাকবে না। দেশ কোন ধর্মকে বিশেষভাবে প্রাধান্য দিতে পারবে না। সকল ধর্মের মানুষ নির্বিঘ্নে তার ধর্ম পালন করতে পারবে। এবং ধর্মের ভিত্তিতে দেশে কোন নাগরিককে কোন প্রকার সুবিধা থেকে বঞ্চিত করা যাবে না।
গনতান্ত্রিক :
গণতান্ত্রিক শব্দের অর্থ হলো, গণ অর্থাৎ জনগণ দাঁড়া নির্বাচিত প্রতিনিধিদের হাতেই দেশের শাসন ব্যবস্থা ন্যস্ত করা হবে।
প্রজাতন্ত্র :
সাধারণতন্ত্রের অর্থ হলো দেশের জনোসাধারণের মাধ্যমে নির্বাচিত । কোনরকম বংশানুক্রম বা উত্তরাধিকার সূত্রে আসন পাবেন না।