গুরুত্ব পূর্ণ জিকে সেট

 

গুরুত্ব পূর্ণ জিকে সেট
গুরুত্ব পূর্ণ জিকে সেট 

আজ আপনাদের সাথে শেয়ার করছি  গুরুত্বপূর্ণ GK প্রশ্ন এই পর্বে আপনারা পাবেন বিগত বছরে বিভিন্ন পরীক্ষার আসা গুরুত্বপূর্ণ প্রশ্ন । যেগুলি বহুবার পরীক্ষা এসেছে । এই টেস্ট টি আপনাদের আগত প্রতিযোগিতামূলক পরীক্ষা যেমন WBP, WBE (ওয়েস্ট বেঙ্গল আবগারি), KP ,RAILWAYS ,RPF , Wireless Operator ,PSC Clarkship, SSC, ইত্যাদি পরীক্ষায় ভীষণ ভাবে সাহায্য করবে সফল ভাবে উত্তীর্ণ হতে। আপনাদের সুবিদার্থে সফল আপনাদের পাশে সবসময় আছে।

১) কোলেরু হ্রদ কোথায় অবস্থিত?


গোদাবরী ও কৃষ্ণার মধ্যে


২) খারদুংলা গিরিপথ কোন পর্বত শ্রেনীর অন্তর্গত?


লাদাখ


৩) নকরেক কোন পাহাড়ের সর্বোচ্চ শৃঙ্গ?


 গারো','


৪) ঢিববা কী?


'বালির পাহাড়


৫) মরু অঞ্চলের লবণাক্ত জলের হ্রদ কী নামে পরিচিত?


রান


৬) লাক্ষাদ্বীপের প্রধান ভাষা কী?


মালায়ালম


৭) তিলপাড়া ব্যারেজ কোন নদীর ওপর তৈরি হয়েছে?


ময়ূরাক্ষী


৮) তিস্তা নদীর উৎপত্তি কোথা থকে হয়েছে?


 জেমু হিমবাহ


৯) ক্রেটিনিজম রোগ হয় কোণ হরমোনের অভাবে?


থাইরক্সিন


১০) আপতকালীন হরমোন কোনটি?


অ্যাড্রিনালিন


১১) পলিথিন কোণ যৌগ থেকে প্রস্তুত পলিমার?


ইথিলিন


১২) কীটনাশক হিসাবে ব্যবহৃত হয় কোনটি?


কপার সালফেট


১৩) মেন্ডেলিফের পর্যায় সারণীতে কটি পর্যায় ও কটি শ্রেনী আছে?


সাতটি পর্যায়, নয়টি শ্রেনী'


১৪) সরল দোলকে দোলকের বিস্তার সর্বদা


 ৪ ডিগ্রির মধ্যে থাকে


১৫) 5 টি 1/5 কুলম্ব রোধগুলিকে সমান্তরাল সমবায়ে যুক্ত করে কত রোধ পাওয়া যাবে?


1/25 কুলম্ব


১৬) নীচের কোনটি প্লাস্টিকের অন্তর্গত নয়?


পলিস্ট্রিরিন


১৭) ঝালাই করতে কী ধাতু ব্যবহৃত হয়?


সীসা ও টিনের সংকর ধাতু


১৮) ভারতীয় সংবিধানে ফেডারেল ব্যবস্থা কোণ দেশের সংবিধান থেকে গৃহীত হয়? 


কানাডা


১৯) ভারতীয় জাতীয় আয়ের প্রধান উৎস হলঃ


কৃষি


২০) কত নম্বর ধারায় অস্পৃশ্যতা দূরীকরণের কথা বলা হয়েছে?


 17


২১) মৌলিক অধিকার সংবিধানের কোণ ভাগে আলোচিত হয়েছে?


তৃতীয় অংশ


২২) সংবিধানে বর্ধিত মৌলিক অধিকার রক্ষা করার দায়িত্ব কার?


সুপ্রিম কোর্ট এবং হাইকোর্ট


২৩) কত খ্রিস্টাব্দে দ্বিতীয়বার Plan Holiday ঘোষিত হয়? 


1990-92

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.