গুরুত্ব পূর্ণ প্রশ্ন

 ১) সাইমন কমিশন কত সালে গঠিত হয়?


 ১৯২৫ সালে','১৯২৭ সালে','১৯৩৫ সালে','১৯২৮ সালে


২) কাকোরি ষড়যন্ত্র মামলার মূল অভিযুক্ত কে ছিলেন?


 ভগত সিং','রামপ্রসাদ বিসমিল','বসন্ত বিশ্বাস','রাসবিহারী বসু


৩) প্রথম রৌপ্যমুদ্রা কে চালু করেন?


বাবর','আকবর','হুমায়ুন','শেরশাহ


৪) খাজুরাহোর মন্দির গুলি কোণ ধরনের শিল্পকীর্তির নিদর্শন?


 গান্ধার','রাষ্ট্রকূট','নাগারা','পল্লব


৫) কোণ ধাতু সংকর অ্যাসিড প্রতিরোধী?


 পিতল','ব্রোঞ্জ','জার্মান সিলভার','সিলিকন স্টিল


৬) সংবিধান সংশোধনের ক্ষমতা কার হাতে ন্যস্ত রয়েছে?


সংসদ','রাষ্ট্রপতি','প্রধানমন্ত্রী','সুপ্রিম কোর্ট


৭) বর্তমানে শিক্ষা কোণ তালিকার অন্তর্ভুক্ত? 


 রাজ্য','কেন্দ্রীয়','যুগ্ন','কোনটিই নয়




৮) পরিকল্পনা কমিশন কত সালে গঠিত হয়?


১৯৪৮ সালে','১৯৪৯ সালে','১৯৫০ সালে','১৯৫২ সালে


৯) ভারতের সংসদের দুটি কক্ষের যুগ্ম সভা আহ্বান করেন কে?


 রাষ্ট্রপতি','উপরাষ্ট্রপতি','লোকসভার অধ্যক্ষ','প্রধানমন্ত্রী


১০) ভারতে প্রথম সিলিকন চিপ' প্রস্তুত করা হয় কোণ শহরে?


 হায়দ্রাবাদ','কলকাতা','ব্যাঙ্গালোর','মুম্বাই


১১) খর জলে সহজ সাবানে ফেনা হয় না, কারণ-


এতে ক্যালসিয়াম ও ম্যাগনেসিয়ামের কার্বনেট যৌগ রয়েছে','এটি গাঢ় বর্ণের হয়','দ্রবীভূত পদার্থের উপস্থিতি','সোডিয়াম ক্লোরাইডের উপস্থিতি


১২) কোন যন্ত্র যান্ত্রিক শক্তিকে তড়িতশক্তিতে রূপান্তরিত করে?


 ভোল্টামিটার','ডায়নামো','ট্রান্সফরমার','বৈদ্যুতিক মোটর


১৩) 'আলবিরুনি' কার সঙ্গে ভারতে আসেন?


বাবর','ইলতুম্মিস','কুতুবউদ্দিন আইবক','সুলতান মামুদ


১৪) ভারত ছাড়ো আন্দোলনের। সূচনা হয়-


 এপ্রিল, 1942','জুলাই 1942','মে, 1942','আগস্ট, 1942


১৫) সুভাষচন্দ্র বসু কোন কংগ্রেস অধিবেশনে সভাপতি ছিলেন?


কলকাতা','বোম্বাই','নাগপুর','ত্রিপুরি


১৬) কোন ব্রিটিশ প্রধানমন্ত্রীর আমলে ভারত স্বাধীন হয়?


মনরো','ওয়াভেল','মাউন্টব্যাটেন','এটলি


১৭) 68° ফারেনহাইট কত 'সেন্টিগ্রেড


56.1','68','20','100


১৮) কোন ঘটনার পর মহাত্মা গান্ধী অসহযোগ আন্দোলন প্রত্যাহার করে নেন?


চৌরিচৌরা','চম্পারন','বারদৌলি','কলকাতা


১৯) দামোদর নদকে বাংলার দুঃখ বলা হয় কারণ এটি-


প্লাবিত হয়ে ব্যাপক ক্ষয়ক্ষতির সৃষ্টি করে','সর্বাধিক ভূমিক্ষয় করে','জলপ্রপাত সৃষ্টি করে','এতে সারাবছর জল থাকে না


২০) কিসের পরিবর্তনের জন্য নানা নক্ষত্রের নানা বর্ণ?


তাপমাত্রা','ঘনত্ব','চাপ','তাদের থেকে বিকিরণ


২১) উপরাষ্ট্রপতি কার দ্বারা নির্বাচিত হন?


 জনগনের দ্বারা','পার্লামেন্ট ও রায় আইনসভার সদস্য দ্বারা গঠিত','রাজ্য সভার সদস্য বৃন্দ দ্বারা','লোকসভা ও রাজ্যসভার সদস্যবৃন্দ দ্বারা গঠিত নির্বাচন মন্ডোলী


২২) শাহজাহান কোথায় মোতি মসজিদ নির্মাণ করেন?


 দিল্লী','জয়পুর','অমরকোট','আগ্রা


২৩) পশ্চিমবঙ্গ কোন জেলায় ল্যাটারাইট মৃত্তিকা দেখা যায়?


দার্জিলিং','পুরুলিয়ায়','জলপাইগুড়িতে','মালদহে


২৪) অ্যান্টিবডি উৎপন্ন করে-


যকৃৎ','প্লাওমা ও লসিকা','বৃক্ক','অস্থিমজ্জা


২৫) ইন্ডিয়ান ইন্সটিটিউট অফ পেট্রোলিয়াম কোথায় অবস্থিত?


বিশাখাপত্তনম','দেরাদুন','দিল্লী','চেন্নাই


২৬) ইস্পিরিয়াল ব্যাঙ্কের নতুন নাম হল-


 রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া','সেন্ট্রাল ব্যাঙ্ক অফ ইন্ডিয়া','স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া','ব্যাঙ্ক অফ ইন্ডিয়া


২৭) 'টাইটান' হচ্ছে-


একটি প্রাচীন শহর','একটি যাত্রীবাহী প্রমোদ তরী','শনি গ্রহের সর্ববৃহৎ চন্দ্র','ধাতব পদার্থ


২৮) নিম্নলিখিত গ্যাসগুলির মধ্যে কোণটি রান্নার গ্যাস আছে?


মিথেন','ইথেন','প্রোপেন & বিউটেন','কোনোটিই নয় 


২৯) পশ্চিমবঙ্গের বৃহত্তম জেলা কোনটি?


দক্ষিণ ২৪ পরগণা','বর্ধমান','পূর্ব মেদিনীপুর','জলপাইগুড়ি


৩০) কোন ধাতুর দ্বারা লোহার গ্যাল্ডানাইজেশান করা হয়?


A) তামা','দস্তা','সীসা','পারদ


৩১) ভারতে চিরস্থায়ী বন্দোবস্ত প্রবর্তন করেন-


 লর্ড কর্নওয়ালিস','লর্ড বেন্টিঙ্ক','লর্ড ডালহৌসি','লর্ড কার্জন


৩২) ভারতের রাজ্যের সাথে পশ্চিমবঙ্গের সীমারেখা দীর্ঘতম


বিহার','ঝাড়খণ্ড','আসাম','উড়িষ্যা


৩৩) ব্রিটেনের সংসদে প্রথম নির্বাচিত ভারতীয় কে?


দাদাভাই নৌরজী','বিপিনচন্দ্র পাল','গোপাল কৃষ্ণ গোখলে','লালা লাজপত রায়


৩৪) ভারতীয় সংবিধানের প্রস্তাবনা-


একটি মহৎ ঘোষণা','আইনভাবে বলবতযোগ্য','ভারতীয় সংবিধানের অংশ','সংবিধানের বোঝার প্রধান চাবিকাঠি


৩৫) "অস্পৃশ্যতা দূরীকরণ' সংবিধানের কোণ অধিকারের অন্তর্গত?


সাম্যের অধিকার','শোষণের বিরুদ্ধে অধিকার','শিক্ষা ও সংস্কৃতির অধিকার','স্বাধীনতার অধিকার


৩৬) পশ্চিমবঙ্গের জাতীয় পশুর নাম কী?


 বিড়াল','হাতি','মেছো বিড়াল','বাঘ


৩৭) ব্রঙ্কাইটিসে কোণ অম আক্রান্ত হয়?


 যকৃৎ','বৃদ্ধ','শ্বাসযন্ত্র','রক্ত


৩৮) সুভাসচন্দ্র বসু 1939 খ্রিষ্টাব্দে কাকে পরাজিত করে ভারতীয় জাতীয় কংগ্রেসের সভাপতি নির্বাচিত হন?


 চক্রবর্তী রাজা গোপালাচারী','পট্টভি সীতারামাইয়া','জহরলাল নেহেরু','মৌলানা আবুল কালাম আজাদ


৩৯) উজ্জয়িনী কোণ নদীর তীরে অবস্থিত?


শিপ্রা','চম্বল','নর্মদা','তান্তী


৪০) কথাকলী কোণ রাজ্যের নাচ?


কেরালা','তামিলনাড়ু','তেলেঙ্গানা','পশ্চিমবঙ্গ


৪১) মেগাস্থিনিস কার দূত ছিলেন?


আলেকজান্ডার','সেলুকাস','দারিয়াস','সাইরাস


৪২) ভারতে প্রথম কত খ্রিষ্টাব্দে সার্বিক প্রাপ্ত বয়স্কদের ভোটে সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হয়?


 ১৯৪৭ খ্রিষ্টাব্দে','১৯৫২ খ্রিষ্টাব্দে','১৯৫৪ খ্রিষ্টাব্দে','১৯৫৬ খ্রিষ্টাব্দে


৪৩) গৌতম বুদ্ধ কোথায় দেহত্যাগ করেন?


কপিলাবস্তু','কুশীনগর','পাটলিপুত্র


৪৪) নিম্নলিখিত সম্রাটদের মধ্যে কে দাস বংশের সম্রাট ছিলেন না?


কুতুবউদ্দিন আইবক','রাজিয়া','ইলতুম্মিস','মালিক কাফুর


৪৫) বেরিবেরি: ভিটামিন BI :: অ্যানিমিয়া:?


ভিটামিন A','হিমোগ্লোবিন','ক্যালশিয়াম','প্রোটিন


৪৬) সংবিধান সভা গঠনের ভিত্তি হল-


ভারতীয় জাতীয় সভার সিদ্ধান্ত','ক্যাবিনেট মিশন প্ল্যান 1946','ভারতীয় স্বাধীনতা আইন, 1947','প্রাদেশিক এবং রাজ্য আইনসভা


৪৭) রেফ্রিজারেটরে শীতলীকরণ করে-


ভেতরে জমে থাকা বরফ','সংনমিত গ্যাসের দ্রুত প্রসারন','উদ্বায়ী তরলের বাষ্পীভবন','কোনটিই নয়


৪৮) শীতকালে উলের জামা শরীরে গরম রাখে কারণ এটি-


 তাপ সরবরাহ করে','তাপ বিকিরণ করে না','বাইরের বায়ুকে শরীরের সংস্পর্শে আসতে দেয়না','শরীর থেকে তাপকে বাইরে যেতে দেয় না।


৪৯) মাধ্যমের তাপমাত্রা বাড়লে আলোর বেগ-


বাড়ে','কমে','অপরিবর্তিত থাকে','হঠাৎ কমে যায়


৫০) হরপ্পা সভ্যতা কত খ্রিষ্টাব্দে আবিষ্কৃত হয়েছিল?


1935','1942','1901','1921

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.