গুরুত্ব পূর্ণ প্রশ্ন

 1) স্বদেশী আন্দোলনে সরকারী সাহায্য ছাড়া কোণ সংগঠনটি গড়ে ওঠে?


কলকাতা এশিয়াটিক সোসাইটি','জনশিক্ষা কমিটি','জাতীয় শিক্ষা পরিষদ','ভারতীয় প্রত্নতত্ত্ব বিভাগ


2) পশ্চিম ভারতের ধরমসংস্কার আন্দোলনের জনক কে?


আত্মারাম পান্ডুরং','গোপালহরি দেশমুখ','দয়ানন্দ সরস্বতী','কেশবচন্দ্র সেন


3) শিকাগো ধর্ম সম্মেলন স্বামী বিবেকানন্দের মূল বক্তৃতা কী ছিল?


 প্রাচ্য সভ্যতা ও হিন্দুধর্মের মাহাত্ম্য','ব্রিটিশ শোষণ','অর্থনৈতিক সংস্কার','ব্রাহ্মধর্ম


4) জাতীয় কংগ্রেসের ভিত্তি কোণ সংগ্রামকে বলা যায়?


সর্বভারতীয় জাতীয় সম্মেলন','মহাজনসভা','ইস্ট ইন্ডিয়া অ্যাসোসিয়েশন','বোম্বাই প্রেসিডেন্সী অ্যাসোসিয়েশন


5) বাংলায় ইংরেজ কোম্পানীর রাজস্বনীতির প্রতিবাদে প্রথম কোণ বিদ্রোহ হয়?


 সন্ন্যাসী ও ফকির বিদ্রোহ','ওয়াহাবি আন্দোলন','সাঁওতাল বিদ্রোহ','সিপাহী বিদ্রোহ


6) মুঘল রাজবংশের অবসান হয় কবে?


পলাশীর যুদ্ধের পর','ইংরেজদের দেওয়ানী লাভের পর','সিপাহী বিদ্রোহের পর','বয়কট আন্দোলন পর



7) বাংলার ছিয়াত্তরের মন্বন্তরের সময় গভর্নর কে ছিলেন?


লর্ড ক্লাইভ','লর্ড ভেরেলস্ট','লর্ড কারটিয়ার','লর্ড ওয়ারেন হেস্টিংস


8) পশ্চিম ভারতে ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানির প্রথম ও প্রধান বানিজ্যকেন্দ্র কোনটি?


 আমেদাবাদ','মুম্বাই','সুরাট','গোয়া


9) তালিকোটের যুদ্ধ কোন বছর হয়েছিল?


 1556','1571','1565','1581


10) সামরিক বিভাগের দুর্নীতি দূর করতে আলাউদ্দিন খলজি কোন প্রথার প্রচলন করেন?


দাগ ও হুলিয়া','মনসবদারি প্রথা','বারিদ নিয়োগ','ডাকব্যাবস্থা


11) ভিনসেন্ট স্মিথ কোন ভারতীয় রাজাকে মানবজাতির প্রথম গুরু বলেছেন?


 অশোক','কনিষ্ক','সমুদ্রগুপ্ত','আকবর


12) কাঞ্চীপুরমের কৈলাসনাথ মন্দির কে তৈরি করেন?


 প্রথম নরসিঙ্ঘবর্মণ','দ্বিতীয় নরসিঙ্ঘবর্মণ','দ্বিতীয় পুলকেশী','দ্বিতীয় নন্দীবরমন


13) মৌর্য বংশের শেষ রাজা কে?


কুনাল','দশরথ','পুস্যমিত্র','ব্রিহদ্রথ


14) কোনটি জৈন ধর্মগ্রন্থ?


দ্বাদশ অঙ্গ','ত্রিপিটক','অথর্ব বেদ','মত্তবিলাস প্রহসন


15) ভারতে 14 টি প্রধান বাণিজ্যিক ব্যাঙ্ককে কত সালে জানা যায়?


1949','1969','1967','1975


16) 'ট্যাক্সোনমি' বিজ্ঞানের বিষয় হল-


 সকল জীবিত অঙ্গানুর বর্গীকরণ','উদ্ভিদের শ্রেনীবিন্যাসকরণ','সকল জীবের চিহ্নিতকরণ','ঈবিত অঙ্গানুর গঠন ও ক্রিয়া


17) ভারতের সর্বাপেক্ষা প্রাচীন আদি অধিবাসী কারা?


 মেডিটেরিয়ান','নরডিক','নেগ্রিটো','মঙ্গোলয়েড


18) ভারতের সর্বোচ্চ অভিকর্ষীয় বাঁধ কোনটি?


 ভাকরা','হীরাকুদ','নাঙ্গাল','পাঞ্চেত


19) EDUSAT হল-


শিক্ষা বিষয়ক স্যাটেলাইট','গোয়েন্দাবিসয়ক স্যাটেলাইট','তৈল অনুসন্ধান বিষয়ক জাহাজ','টেলি কমিউনিকেশন স্যাটেলাইট



20) নিম্নলিখিত কোন নদীটি ভারতীয় ভূখন্ডে উৎপত্তি হয় নি?


 মহানদী','রাবি','ব্রহ্মপুত্র','চেনাব


21) যখন সুদের হার উধমুখী তখন নিচের কোনটি ঠিক নয়?


 সঞ্চয় বৃদ্ধি পায়','ঋণ হ্রাস পায়','উৎপাদন বৃদ্ধি পায়','উৎপাদন হ্রাস পায়



22) নিম্নলিখিত গুলির মধ্যে কোনটি 42 তম সংবিধান সংশোধনীতে অন্তর্ভুক্ত হয়নি?


 সমাজতান্ত্রিক'*'আত্ম মর্যাদা','ধর্মনিরপেক্ষতা','অখন্ডতা


23) রাজ্যসভা ভেঙে দিতে পারেন-


 রাষ্ট্রপতি','প্রধানমন্ত্রী','রাজ্যসভার চেয়ারম্যান','রাজ্যসভা ভেঙ্গে দেওয়া যায় না


24) আলোর অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলনের শর্ত হল-


 রশ্মিকে ঘন থেকে লঘু মাধ্যমে যেতে হবে','রশ্মিকে লঘু থেকে ঘন মাধ্যমে যেতে হবে','রশ্মিকে একই মাধ্যমে থাকতে হবে','ওপরের কোনটিই নয়

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.