বিভিন্ন দেশ ও তার জাতীয় প্রতীকের নাম |
আপনাদের আগত প্রতিযোগিতামূলক পরীক্ষা যেমন WBP, WBE (ওয়েস্ট বেঙ্গল আবগারি), KP ,RAILWAYS ,RPF , Wireless Operator ,PSC Clarkship, SSC, ইত্যাদি পরীক্ষায় ভীষণ ভাবে সাহায্য করবে সফল ভাবে উত্তীর্ণ হতে। আপনাদের সুবিদার্থে সফল আপনাদের পাশে সবসময় আছে।
বিভিন্ন দেশ নাম ও তার জাতীয় প্রতীক
লেবানন : পাইন গাছ
লুক্সেমবার্গ : মুকুটসহ সিংহ
মঙ্গোলিয়া : দ্য সায়াম
নিডজিল্যান্ড : কিউই পাখি
নরওয়ে : সিংহ
পাকিস্তান : অর্ধচন্দ্র
পোল্যান্ড : ঈগল
বার্বাডোস : ত্রিশূলের মাথা
বেলজিয়াম : সিংহ
চিলি : হিউমিউল
বাংলাদেশ : শাপলা (Water Lili )
ডেনমার্ক : তটভূমি (Beach)
গায়ানা : কানজি পিজ্যান্ট
ভারত :অশোক স্তম্ভ
ইজরায়েল : ক্যানডেলা ব্রাস
জাপান : ক্রিসি্যেমাম
নেদারল্যান্ড : সিংহ
পাপুয়া নিউগিনি স্বর্গের পাখি
সেনেগাল : রাবার গাছ
সিয়েরা লিয়ন : সিংহ
শ্রীলঙ্কা : সিংহ
সুদান : সেক্রেটারি পাখি
সিরিয়া : ঈগল
তুরস্ক : অর্ধচন্দ্র এবং তারা
ইংল্যান্ড: গোলাপ
আমেরিকা : সোনালি দন্ড
জিম্বাবোয়ে : জিম্বাবোয়ে পাখি
ডোমিনিকা: সিসিওর প্যারট
চিন : নার্সিসাস ফুল