কয়েকটি গুরুত্বপূর্ণ যৌগের পরিচিতি নাম ও রাসায়নিক নাম

যৌগের পরিচিতি নাম ও রাসায়নিক নাম


কয়েকটি গুরুত্বপূর্ণ যৌগের পরিচিতি নাম ও রাসায়নিক নাম
কয়েকটি গুরুত্বপূর্ণ যৌগের পরিচিতি নাম ও রাসায়নিক নাম

আজ আপনাদের সাথে শেয়ার করছি কয়েকটি গুরুত্বপূর্ণ যৌগের পরিচিতি নাম ও রাসায়নিক নাম এই পর্বে আপনারা পাবেন বিগত বছরে বিভিন্ন পরীক্ষার আসা গুরুত্বপূর্ণ প্রশ্ন । যেগুলি বহুবার পরীক্ষা এসেছে । এই  টি আপনাদের আগত প্রতিযোগিতামূলক পরীক্ষা যেমন WBP, WBE (ওয়েস্ট বেঙ্গল আবগারি), KP ,RAILWAYS ,RPF , Wireless Operator ,PSC Clarkship, SSC, ইত্যাদি পরীক্ষায় ভীষণ ভাবে সাহায্য করবে সফল ভাবে উত্তীর্ণ হতে। আপনাদের সুবিদার্থে সফল আপনাদের পাশে সবসময় আছে।

পরিচিতি নাম

              রাসায়নিক নাম

সোডা ওয়াটার

জল CO₂-এর মিশ্রণ

লাফিং গ্যাস

 

নাইট্রাস অক্সাইড

 

ওয়াটার গ্যাস

 

কার্বন মনোক্সাইড হাইড্রোজেনের মিশ্রণ

 

কার্বলিক অ্যাসিড

 

ফেনল

খাবার লবণ

সোডিয়াম ক্লোরাইড

গ্লবার সল্ট

 

সোডিয়াম সালফেট, ডেকা হাইড্রেড

রেড লেড

 

ট্রাইপ্লাম্বিক টেট্রোক্সাইড

গ্রীণ ভিট্রিওল

ফেরাস সালফেট, হেপ্টা হাইড্রেড

বেকিং পাউডার

 

সোডিয়াম বাই কার্বনেট,

ওয়াশিং সোডা

সোডিয়াম কার্বনেট, ডেকাহাইড্রেড

মিউরিয়েটিক অ্যাসিড

 

হাইড্রোক্লোরিক অ্যাসিড

পার্ল অ্যাশ

পটাশিয়াম কার্বনেট

লাইম ওয়াটার

ক্যালসিয়াম হাইড্রক্সাইড

প্লাস্টার অফ প্যারিস

ক্যালসিয়াম সালফেট হেমি হাইড্রেড

কস্টিক সোডা

 

সোডিয়াম হাইড্রক্সাইড

 

ব্লিচিং পাউডার

ক্যালসিয়াম ক্লোরোহাইপো ক্লোরাইড

কুইক লাইম / পোড়া চুন

ক্যালসিয়াম অক্সাইড

জল

হাইড্রোজেন অক্সাইড

কস্টিক পটাশ

পটাশিয়াম হাইড্রক্সাইড

 

ব্লু-ভিট্রিয়ল          

কপার সালফেট পেন্টা হাইড্রেড

গ্যালেনা

লেড সালফাইড

গোবর গ্যাস

মিথেন

শুষ্ক বরফ

কঠিন কার্বন ডাই-অক্সাইড

ক্লোরোফর্ম

পটাশিয়াম পারম্যাঙ্গানেট

দার্শনিকের উল

জিঙ্ক অক্সাইড

 জিপসাম

ক্যালসিয়াম সালফেট

 

হোয়াইট ভিট্রিয়ল

জিঙ্ক সালফেট

ভারী জল

ডয়টেরিয়াম অক্সাইড

 

হোয়াইট ভিট্রিয়ল

         জিঙ্ক সালফেট   


একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.