ভারতে বায়োস্ফিয়ার রিজার্ভের নাম ও কোথায় অবস্থিত

  ভারতে  বায়োস্ফিয়ার রিজার্ভ

ভারতে বায়োস্ফিয়ার রিজার্ভের নাম ও কোথায় অবস্থিত
ভারতে বায়োস্ফিয়ার রিজার্ভের নাম ও কোথায় অবস্থিত 



বর্তমানে ভারতে মোট ১৮ টি বায়োস্ফিয়ার রিজার্ভ আছে সেগুলি কত সালে প্রতিষ্ঠিত হয়েছে এবং কোন কোন রাজ্যে অবস্থিত তার বিস্তারিত বিবরণ নিচে দেওয়া হল


(i) নীলগিরি বায়োস্ফিয়ার রিজার্ভ (1986) (কর্ণাটক, কেরালা, তামিলনাড়ু)


(ii) নন্দাদেবী বায়োস্ফিয়ার রিজার্ভ (1988) (উত্তরাখণ্ড)


(iii) মান্নার উপসাগর বায়োস্ফিয়ার রিজার্ভ (1989) (তামিলনাড়ু)


(iv) নকারক বায়োস্ফিয়ার রিজার্ভ (1988) (মেঘালয়)


(v) সুন্দরবন বায়োস্ফিয়ার রিজার্ভ (1989) (পশ্চিমবঙ্গ)


(vi) মানস বায়োস্ফিয়ার রিজার্ভ (1989) (অসম)


(vii) শিমলিপাল বায়োস্ফিয়ার রিজার্ভ (1994) (ওড়িশা)


(viii) দিহাং-দিবাং বায়োস্ফিয়ার রিজার্ভ (1998)(অরুণাচল প্রদেশ)


(ix) পাঁচমারি বায়োস্ফিয়ার রিজার্ভ (1999) (মধ্যপ্রদেশ)


(x) অমরকণ্টক বায়োস্ফিয়ার রিজার্ভ (2005)(মধ্যপ্রদেশ ও ছত্রিশগড়)



(xi) বৃহৎ কচ্ছর রান বায়োস্ফিয়ার রিজার্ভ (2008) (গুজরাট)


(xii) কোল্ড ডেজার্ট বায়োস্ফিয়ার রিজার্ভ(হিমাচল প্রদেশের পশ্চিম হিমালয় অবস্থিত) (2009)এটি স্নো লেপার্ডের জন্য বিখ্যাত।



(xiii) কাঞ্চনজঙ্ঘা বায়োস্ফিয়ার রিজার্ভ (2000) (সিকিম)


(xiv) অগস্তামালাই বায়োস্ফিয়ার রিজার্ভ (2001) (তামিলনাড়ু)


(xv) বৃহৎ নিকোবর বায়োস্ফিয়ার রিজার্ভ (1989)


(xvi) ডিবরু-সিকওয়া বায়োস্ফিয়ার রিজার্ভ (1997)


(xvii) সেশাচিলম ইল বায়োস্ফিয়ার রিজার্ভ (2010) (অন্ধ্রপ্রদেশ)


(xviii) পানা বায়োস্ফিয়ার রিজার্ভ (2011) (মধ্যপ্রদেশ)


একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.