Floriculture: বাণিজ্যনির্ভর ফুলচাষ
Horticulture: আধুনিক পদ্ধতিতে ও বৃহদায়তনে ফুল, ফল ও সবজি চাষ হয়।
Pomumculture: সারা বছর ফোটে এমন ফুলের চাষ।
Olericulture: শাকসবজি চাষ।
Viticulture: আঙুরের চাষ।
Market Gardening: শ্রম ও মূলধন নির্ভর ফুল, ফল, শাকসবজির চাষ
Mixed Farming: একই সঙ্গে শস্য উৎপাদন ও পশুপালন ।
Dairy Farming: দুধ ও দুধজাত দ্রব্য উৎপাদনের জন্য পশুপালন।
Seiviculture: ব্যাপকভাবে বৃক্ষরোপন
Aquaculture: জলাশয়ের প্রাণী (স্বাদু জলের মাছ, মুক্তো) উৎপাদন ।
Plantation Farming: বাণিজ্য নির্ভর কোন একটি বিশেষ শস্য মাছচাষকে আন্তর্জাতিক চাহিদার উপর ভিত্তি করে চাষ।
Shifting Cultivation: ঝুম চাষ অনুন্নত অস্থায়ী প্রাচীন ধরনের ছেদন ও দহন পদ্ধতিতে চাষ করা হয়। এক্ষেত্রে কোনো এক স্থানে কিছু দিন চাষ করার পর সেই স্থান ছেড়ে অন্য জায়গায় গিয়ে চাষ করা হয়।