ভারতীয় সংবিধান রচনার পদ্ধতি (Making of Indian Constitution )
✎1946 সালে 24 মার্চ ক্যাবিনেট মিশন ভারতে আসেন।
✎ 1946 সালে 16 মে ক্যাবিনেট মিশন প্লান অনুযায়ী গণপরিষদ (Constituent Assembly) গঠিত হয়। এবং এই গণপরিষদকেই সংবিধান রচনার দায়িত্ব দেওয়া হয় ।
✎ ক্যাবিনেট মিশনের প্রস্তাব অনুযায়ী গণপরিষদ কে মোট আসন সংখ্যা ছিল 389 টি।
✎গণপরিষদের প্রথম অধিবেশন হয় নিউ দিল্লীর কনস্টিটিশন হলে 1946 সালে 9 ডিসেম্বর এই অধিবেশনের প্রথম সভাপতি হন ড. সচ্চিতানন্দ সিনহা (অস্থায়ী) ।
✎গণপরিষদের দ্বিতীয় অধিবেশন হয় 1946 সালে 11 ডিসেম্বর এই অধিবেশনের সভাপতি হন ড. রাজেন্দ্র প্রসাদ (স্থায়ী)
✎1950 সালে 24 জানুয়ারি গণপরিষদের শেষ অধিবেশন বসে । ওই দিন ভারতের জাতীয় গান ও জাতীয় সঙ্গীত গৃহীত হয় ।
✎সংবিধান রচনার সময় গণপরিষদের মোট 11 টি অধিবেশন বসেছিল , মোট কার্যদিবস হল 165 দিন ।
গণপরিষদের কমিটি ও সভাপতি :
1. খসড়া কমিটির (Drafting Committee) সভাপতি কে ছিল- ড. বি আর আম্বেদকর। আম্বেদকর কে Father of the Indian Constitution (সংবিধানের জনক) নামে পরিচিত।
✎কমিটিটি গঠিত হয় 1947 সালে 29 আগস্ট।
✎সংবিধান তৈরীর খরসা কমিটির অধিবেশন হয়েছিল 11 টি এবং মোট কার্যদিবস হল 114 দিন।
✎1948 সালে ফেব্রুয়ারি মাসে খসড়া কমিটি কর্তৃক সংবিধানের প্রথম খসড়া পেশ করা হয়।
গুরুত্বপূর্ণ কিছু খরসা কমিটির সদস্য :
✎এন গোপালের স্বামী , আলাদি কৃষ্ণ স্বামী আয়ার, কে .এম .মুন্সী, এন মাধব রাও (বি .এল মিত্রর জায়গায়)
2. স্টিয়ারিং কমিটির (Steering Committee) সভাপতি কে ছিল- ড.রাজেন্দ্র প্রসাদ।
3. জাতীয় পতাকা সম্পর্কিত কমিটির (Committee on the National Flag) সভাপতি কে ছিল - ড.রাজেন্দ্র প্রসাদ।
4. প্রদেশিক শাসনতন্ত্র সম্পর্কিত কমিটির সভাপতি কে ছিল - পন্ডিত জহরলাল নেহেরু।
5. কেন্দ্রীয় শাসনতন্ত্র সম্পর্কিত কমিটির সভাপতি কে ছিল - পন্ডিত জহরলাল নেহেরু।
6. কেন্দ্রীয় ক্ষমতা সম্পর্কিত কমিটির সভাপতি কে ছিল - পন্ডিত জহরলাল নেহেরু।
7. মৌলিক অধিকার সংক্রান্ত - সাব কমিটির (Fundamental Rights Sub - Committee) সভাপতি কে - যে বি কৃপালিনী
✎মৌলিক অধিকার সংখ্যালঘু আদিবাসী বিষয় সংক্রান্ত কমিটির সভাপতি কে ছিল - সরদার বল্লভ ভাই প্যাটেল।
✎প্রথম সংবিধানের ধারণা দেন - এম. এন. রায় (1934 খ্রিস্টাব্দে) ।
✎গণপরিষদের উপদেষ্টা ছিল কে - বি. এন. রাও ( Bengal Narsing Rau )।
✎প্রথম দলত্যাগ রাষ্ট্রের কথা বলেছেন - এম এন রায় ।
✎ভাষা কমিশন গঠিত হয় কবে - 1955 সালে চেয়ারম্যান ছিলেন বি. জি . খারে ।
✎সংবিধান তৈরি করতে মোট সময় লেগেছিল 2 বছর 11 মাস 18 দিন এবং মোট ব্যয় হয়েছিল 64 লাখ ভারতীয় মুদ্রা।
✎সংবিধান গৃহীত হয় ১৯৪৯ সালে ২৬ শে নভেম্বর ।
✎সংবিধান কার্যকারী হয় ১৯৫০ সালের ২৬ শে জানুয়ারি ।
✎1947 সালে 22 জুলাই গণপরিষদ কর্তৃক স্বাধীন ভারতের নকশা মঞ্জুর ও গ্রহন করা হয় ( পতাকার নকশা তৈরী করেছিলেন পিঙ্গলি ভেঙ্কাইয়া অন্দ্রপ্রদেশের বাসিন্দা) ।
✎ভারতের সংবিধানকে ১৯৩৫ সালের ভারত শাসন আইনের ক্লোস্ট কবে বলেছেন কে - এন শ্রীনীবাস ।
✎মূল সংবিধান তৈরি হওয়ার সময় 22 টি অংশ ( Part ), ৩৯৫ টি ধারা 8 টি তফসিল ,ও 4 টি তালিকা ছিল ।
✎কিন্তু বর্তমানে সংবিধানে 25 টি অংশ ( Part ), 448 টি ধারা , 12 টি তফসিল এবং 12 টি তালিকা আছে।
1930 সালের 26 জানুয়ারি প্রথম স্বাধীনতা পালন করা হয় বলে 26 জানুয়ারি দিন কে প্রজাতন্ত্র দিবস হিসাবে পালন করা হয়।