গঙ্গা, যমুনা, ভাগীরথী, গোদাবরী, কৃষ্ণা ও কাবেরী নদী বঙ্গোপসাগরে পড়েছে।
ভাগীরথী ও অলকানন্দার মিলিত প্রবাহ দেবপ্রয়াগের কাছে গঙ্গা নামে পরিচিত।
তিব্বতে ব্রহ্মপুত্রের নাম সাংপো, অরুণাচল প্রদেশে চিহং, অসমে ব্রহ্মপুত্র এবং বাংলাদেশে যমুনা নামে পরিচিত।
কাবেরী ও কোলেরুন নদীর মধ্যবর্তী স্থানে শ্রীরঙ্গ দ্বীপটি অবস্থিত।
গোদাবরী মতান্তরে কাবেরীকে দক্ষিণ ভারতের গঙ্গা বলে।
কাবেরী নদীর ব-দ্বীপকে দক্ষিণ ভারতের শস্য ভাণ্ডার বলে।
কাবেরী নদীর গতিপথে শিবসমুদ্রম জলপ্রপাত অবস্থিত।
নর্মদা নদীতে ধূয়াধার জলপ্রপাত অবস্থিত।
সরাবতী নদীর গতিপথে গেরসপ্পা বা যোগ জলপ্রপাত অবস্থিত (275 মি)। ইহা মহাত্মা গান্ধী জলপ্রপাত নামেও পরিচিত।