বিভিন্ন বিজ্ঞানী ও তাদের আবিষ্কারক সূত্র
বিভিন্ন বিজ্ঞানী ও তাদের আবিষ্কারক সূত্র |
আজ আপনাদের সাথে শেয়ার করছি বিভিন্ন বিজ্ঞানী ও তাদের আবিষ্কারক সূত্র এই পর্বে আপনারা পাবেন বিগত বছরে বিভিন্ন পরীক্ষার আসা গুরুত্বপূর্ণ প্রশ্ন । যেগুলি বহুবার পরীক্ষা এসেছে । এই টি আপনাদের আগত প্রতিযোগিতামূলক পরীক্ষা যেমন WBP, WBE (ওয়েস্ট বেঙ্গল আবগারি), KP ,RAILWAYS ,RPF , Wireless Operator ,PSC Clarkship, SSC, ইত্যাদি পরীক্ষায় ভীষণ ভাবে সাহায্য করবে সফল ভাবে উত্তীর্ণ হতে। আপনাদের সুবিদার্থে সফল আপনাদের পাশে সবসময় আছে।
বিজ্ঞানী |
সূত্র |
ল্যাভয়সিয়র |
ভরের নিত্যতা সূত্র শক্তি নিত্যতা সূত্র ভর ও শক্তির নিত্যতা সূত্র |
নিউটন |
বলের প্রথম গতিসূত্র বলের দ্বিতীয় গতিসূত্র বলের তৃতীয় গতি সূত্র আলোর প্রতিফলনের সূত্র |
স্নেল |
আলোর প্রতিসরণের সূত্র শব্দের প্রতিফলনের সূত্র |
রবার্ট বয়েল |
গ্যাসের সূত্র স্থির তাপমাত্রায় |
রবার্ট চার্লস |
গ্যাসের সূত্র |
অ্যাভোগাড্রো |
অনু
সূত্র ক্যালোরিমিতির
মূলনীতি |
জুল |
তড়িৎ প্রবাহের তাপীয় ফল |
মেন্ডেলিফ |
পর্যায় সারণি |
কেপলার |
গ্রহের গতিসূত্র |
জোসেফ স্টিফেন |
তাপ গতিবিদ্যার সূত্র |
জন ডালটন |
পারমাণবিক তত্ত্ব |
রুডলফ ক্লাসিয়াস |
তাপ গতিবিদ্যার সূত্র |
ওহম |
তড়িৎ রোধের সূত্র |
রবার্ট হুক |
পদার্থের স্থিতিস্থাপকতার সূত্র |
টরিসেলি |
আবহাওয়া চাপের সূত্র |
অটোহ্যান |
ইউরেনিয়াম ফিউশন তত্ত্ব |
হেনরি বেকারেল |
তেজস্ক্রিয়তার সূত্র |
স্যার আইজ্যাক নিউটন |
আপেক্ষিকতবাদ এর সূত্র |
বার্নোলি |
তরল ও গ্যাসীয় পদার্থের গতি সূত্র |