বিভিন্ন বিজ্ঞানী ও তাদের আবিষ্কারক সূত্র

 বিভিন্ন বিজ্ঞানী ও তাদের আবিষ্কারক সূত্র

বিভিন্ন বিজ্ঞানী ও তাদের আবিষ্কারক সূত্র
বিভিন্ন বিজ্ঞানী ও তাদের আবিষ্কারক সূত্র

আজ আপনাদের সাথে শেয়ার করছি বিভিন্ন বিজ্ঞানী ও তাদের আবিষ্কারক সূত্র এই পর্বে আপনারা পাবেন বিগত বছরে বিভিন্ন পরীক্ষার আসা গুরুত্বপূর্ণ প্রশ্ন । যেগুলি বহুবার পরীক্ষা এসেছে । এই  টি আপনাদের আগত প্রতিযোগিতামূলক পরীক্ষা যেমন WBP, WBE (ওয়েস্ট বেঙ্গল আবগারি), KP ,RAILWAYS ,RPF , Wireless Operator ,PSC Clarkship, SSC, ইত্যাদি পরীক্ষায় ভীষণ ভাবে সাহায্য করবে সফল ভাবে উত্তীর্ণ হতে। আপনাদের সুবিদার্থে সফল আপনাদের পাশে সবসময় আছে।

বিজ্ঞানী

সূত্র

ল্যাভয়সিয়র

ভরের নিত্যতা সূত্র

শক্তি নিত্যতা সূত্র

ভর শক্তির নিত্যতা সূত্র

নিউটন

বলের প্রথম গতিসূত্র

 বলের দ্বিতীয় গতিসূত্র

বলের তৃতীয় গতি সূত্র

আলোর প্রতিফলনের সূত্র

স্নেল

আলোর প্রতিসরণের সূত্র

শব্দের প্রতিফলনের সূত্র

রবার্ট বয়েল

গ্যাসের সূত্র স্থির তাপমাত্রায়

রবার্ট চার্লস


গ্যাসের সূত্র

অ্যাভোগাড্রো

অনু সূত্র

ক্যালোরিমিতির মূলনীতি

 

জুল

 

তড়িৎ প্রবাহের তাপীয় ফল

মেন্ডেলিফ


পর্যায় সারণি

কেপলার


গ্রহের গতিসূত্র

জোসেফ স্টিফেন


তাপ গতিবিদ্যার সূত্র

জন ডালটন


পারমাণবিক তত্ত্ব

রুডলফ ক্লাসিয়াস


তাপ গতিবিদ্যার সূত্র

ওহম


তড়িৎ রোধের সূত্র

রবার্ট হুক

পদার্থের স্থিতিস্থাপকতার সূত্র

টরিসেলি


আবহাওয়া চাপের সূত্র

অটোহ্যান


ইউরেনিয়াম ফিউশন তত্ত্ব

                             হেনরি বেকারেল


তেজস্ক্রিয়তার সূত্র

স্যার আইজ্যাক নিউটন


আপেক্ষিকতবাদ এর সূত্র

বার্নোলি         

তরল গ্যাসীয় পদার্থের গতি সূত্র

 


একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.